• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২২, ২০১৯, ১০:২২ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২২, ২০১৯, ১০:২২ এএম

ম্যানচেস্টার ইউনাইটেড বিক্রি নিয়ে যা জানালো ক্লাব কর্তৃপক্ষ 

ম্যানচেস্টার ইউনাইটেড বিক্রি নিয়ে যা জানালো ক্লাব কর্তৃপক্ষ 
ইংলিশ প্রিমিয়ার লীগের সফলতম ক্লাব ম্যানচেস্টার ইউনাটেডের বিক্রি নিয়ে আলোচনা চলছেই। ফটো : আরইএক্স

সম্প্রতি বিভিন্ন দেশের গণমাধ্যমে ফলাও করে খবর প্রচারিত হয় যে ইংলিশ প্রিমিয়ার লীগের ইতিহাসের সফলতম ক্লাব ম্যানচেস্টার ইউনাটেডের মালিক হতে মরিয়া হয়ে উঠেছেন সৌদি আরবের যুবরাজ ও উপপ্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। 

ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট স্পোর্টস বাইবেল জানিয়েছে, ৪০০ কোটি ইউরোর বিনিময়ে নাকি যুবরাজ সালমান ম্যানচেস্টার ইউনাইটেড কেনার বিষয়ে নাকি প্রস্তাবও রেখেছেন। এর আগেও যুবরাজ সালমান ম্যানইউ কিনতে দুইবার আগ্রহ প্রকাশ করেছিলেন। সেজন্য তিনি ৩৮০ কোটি পাউন্ড ব্যয় করতেও সম্মত ছিলেন। 

বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকানায় রয়েছে যুক্তরাষ্ট্রের গ্লেজার পরিবার। আদৌ গ্লেজার পরিবার ম্যানচেস্টার ইউনাইটেড সৌদি যুবরাজের কাছে বিক্রি করবে কি না, সেই বিষয়ে এবার তারা পরিষ্কারভাবে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে।

মালিকানা পরিবর্তনের সংবাদ প্রচারের প্রেক্ষিতে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। ক্লাবটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান এড উডওয়ার্ড জানিয়েছেন, ক্লাবের মালিকানা ছাড়তে মার্কিন গ্লেজার পরিবারের আপাতত কোনো পরিকল্পনা নেই।

আরআইএস 

আরও পড়ুন