• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২২, ২০১৯, ০৮:৫৫ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২২, ২০১৯, ০৮:৫৫ পিএম

বিসিবি কোনো ক্লাব নয়, জাতীয় দল ক্লাব ক্রিকেট নয় : ফাহিম

বিসিবি কোনো ক্লাব নয়, জাতীয় দল ক্লাব ক্রিকেট নয় : ফাহিম

হঠাৎ উড়ে আসা ঝড়ে যেন লণ্ডভণ্ড হয়ে গেছে বাংলাদেশের ক্রিকেট। ১১ দফা দাবিতে ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে নিজেদের গুটিয়ে নেয়ার ঘোষণা দিয়েছেন ক্রিকেটাররা। তাতে সুর নরম করেনি বিসিবিও, বরং এতে তারা খুঁজে পেয়েছে ষড়যন্ত্র। 

দুই পক্ষের এই বিপরীতমুখী অবস্থানে হুমকিতে পড়েছে দেশের ক্রিকেটের ভবিষ্যৎ। এই অবস্থায় ক্রিকেটের স্বার্থে দুই পক্ষকে সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানাচ্ছেন সবাই। কাজের পরিধি কমে আসায় কয়েক দিন আগেই বিসিবি ছেড়েছিলেন নাজমুল আবেদীন ফাহিম।

বিসিবি সভাপতির সংবাদ সম্মেলনের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি লিখেন, ‘বিসিবি কোনো ক্লাব নয়, জাতীয় ক্রিকেট দলও কোনো ক্লাব নয়। আশা করি দ্রুতই আমরা সেটা ভালোভাবে অনুধাবন করতে পারবো।’

অন্য একটি পোষ্টে তিনি লিখেন, ‘ক্রিকেট আমাদের পরিচয়। ক্রিকেটার যারা দেশের প্রতিনিধিত্ব করে, পুরুষ অথবা নারী, জুনিয়র অথবা সিনিয়র, তারা সবাই আমাদের প্রতিনিধি। তাদের জন্যই আমরা পুরো পৃথিবীতে সম্মান পাই। তাদের মূল্যায়ন করুণ, সম্মান করুণ।’

আরও পড়ুন