• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২৩, ২০১৯, ০১:১৮ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২৩, ২০১৯, ০১:১৮ পিএম

পাকিস্তান পৌঁছেছে বাংলাদেশের মেয়েরা

পাকিস্তান পৌঁছেছে বাংলাদেশের মেয়েরা
বিমানবন্দরে সালমা-রোমানাদের সংবর্ধনা জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ছবি : সংগৃহীত

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পাকিস্তানে পৌঁছেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাংলাদেশের নিরাপত্তা পর্যবেক্ষক দলের সবুজ সংকেত পাওয়ার পর তিন টি-টুয়েন্টি ও দুই ওয়ানডে খেলতে পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দেয় বাংলাদেশের মেয়েরা। 

বিমানবন্দরে সালমা-রোমানাদের সংবর্ধনা জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এর আগে ২০১৫ সালেও পাকিস্তান সফরে গিয়েছিল বাংলাদেশের মেয়েরা। চার বছর পর আবারও পাকিস্তানে খেলতে গেল তারা। এবারের সফরে মূল কোচদের পাচ্ছে না মেয়েরা। ইমার্জিং দলকে নিয়ে জাতীয় দলের কোচিং স্টাফ গেছেন শ্রীলংকায়। ফলে সালমা-রুমানাদের কোচ হয়ে যাচ্ছেন দীপু রায় চৌধুরী।

বাংলাদেশ নারী দল : সালমা খাতুন (টি-টুয়েন্টি অধিনায়ক), রুমানা আহমেদ (ওয়ানডে অধিনায়ক), জাহানারা আলম, শামীমা সুলতানা (উইকেটরক্ষক), আয়েশা রহমান শুকতারা, নিগার সুলতানা জ্যোতি (উইকেটরক্ষক), সানজিদা ইসলাম, লতা মণ্ডল, পান্না ঘোষ, এক্কা মণ্ডল, শারমিন সুলতানা, খাদিজাতুল কুবরা, ফারজানা হক পিংকি, শারমিন সুলতানা সুপ্তা ও সানজিদা আক্তার মেঘলা।

স্ট্যান্ডবাই : নাহিদা আক্তার, ফাহিমা খাতুন, রিতু মনি, সোবহানা মোস্তারি, লাবনি আক্তার, জান্নাত অর্থি, সাবিনকুন নাহার জেসমিন ও হ্যাপি আলম।

এমএইচবি

আরও পড়ুন