• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২৩, ২০১৯, ০৩:২৪ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২৩, ২০১৯, ০৩:২৬ পিএম

দুই পক্ষকেই ছাড় দিতে হবে : সাবের 

দুই পক্ষকেই ছাড় দিতে হবে : সাবের 
সাবের হোসেন চৌধুরী। ফাইল ছবি

বাংলাদেশের ক্রিকেটের চলমান সংকট নিরসনে ক্রিকেটার ও বোর্ড দুই পক্ষকেই ছাড় দিতে হবে বলে মনে করেন বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী। ১১ দফা দাবিতে ক্রিকেটারদের ধর্মঘট ও এর পরিপ্রেক্ষিতে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সংবাদ সম্মেলন দুই পক্ষের মধ্যে দূরত্বই প্রমান করে বলে মন্তব্য করেছেন তিনি। 

বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন,  ‘একটা বিষয় স্পষ্ট যে অনেক বড় দূরত্ব তৈরি হয়েছে শীর্ষ খেলোয়াড় ও বোর্ডের মধ্যে। এটা কমিয়ে আনতে হবে। এখন জরুরি যেটা সেটা হলো পক্ষ বিপক্ষ বা পাল্টাপাল্টি না, একটা সমাধানের জায়গায় পৌঁছাতে হবে। এটা যত দ্রুত হয় ততই মঙ্গল। দুপক্ষ অনড় থাকলে সমাধান সম্ভব হবেনা। তাই দুপক্ষকেই ছাড় দিয়ে বসতে হবে এবং একটা সমঝোতায় পৌঁছাতে হবে।’

খেলোয়াড়দের ধর্মঘটের পরিপ্রেক্ষিতে ডাকা সংবাদ সম্মেলনের পাপন বলেছেন দেশের ক্রিকেট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে সাবের চৌধুরী বলেন,  ‘এটা গুরুতর অভিযোগ। কেউ যদি ষড়যন্ত্র করে থাকে ক্রিকেট বোর্ডের ভেতর ও বাইরে থেকে সে তথ্য প্রমাণ উপস্থাপন করলে বা তদন্ত হলে আমরা সমর্থন করবো।’

এমএইচবি

আরও পড়ুন