• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২, ২০১৯, ০৪:৩৫ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২, ২০১৯, ০৯:৪৪ পিএম

সাকিব একদিনে তৈরি হয়নি, না থাকলে সমস্যা হবেই : রিয়াদ

সাকিব একদিনে তৈরি হয়নি, না থাকলে সমস্যা হবেই : রিয়াদ
মাহমুদুল্লাহ রিয়াদ। ফাইল ছবি

সাকিব আল হাসান নেই ভারত সফরে, তবুও যেন আছেন সবটা জুড়ে। দেশের ক্রিকেটের প্রতিটি কোণে, বাতাসে বাতাসে। তার হাওয়া চলে গেছে সুদূর দিল্লিতে। মাহমুদুল্লাহ রিয়াদরা যেখানেই যাচ্ছেন, সেখানেই ঘুরেফিরে আসছেন সাকিব। যা এড়িয়ে যাওয়ার সামর্থ্য নেই কারো, অধিনায়ক রিয়াদেরও। 

ভারতের বিপক্ষে প্রথম টি-টুয়েন্টিতে রোববার (৩ নভেম্বর) মাঠে নামবে বাংলাদেশ। তার আগের সংবাদ সম্মেলনেও ঘুরেফিরে এলো সেই সাকিব প্রসঙ্গ। তার অনুপুস্থিতিতে টি-টুয়েন্টির নেতৃত্ব পাওয়া রিয়াদও জানালেন, সাকিব না থাকায় সমস্যায় পড়তে হবে তাদের।

তিনি বলেন, ‘সাকিবের ব্যাপারটি মোটিভেশন, চাপ হিসেবে নিচ্ছি না। যেন ভালো করতে পারি। সাকিব না থাকায় সবার জন্যই সমান সুযোগ। এমনকি আমার জন্যও। সাকিবের জায়গাটা পূরণ করা সম্ভব না। সাকিব একদিনে তৈরি হয়নি। ১২-১৩ বছর লেগেছে। সাকিব না থাকলে কিছুটা সমস্যায় পড়তেই হয়। যখন ইনজুরিতে দলের বাইরে ছিল, তখনও দল সাজাতে আমাদের ভুগতে হয়েছে টপক্লাস খেলোয়াড়টি না থাকায়। একাদশে তাই বাড়তি একজন ব্যাটসম্যান বা বাড়তি বোলারের দিকে যেতে হবে আমাদের।’ 

সপ্তাহ খানেকের ঝড়ে রীতিমতো লণ্ডভণ্ড দেশের ক্রিকেট। এসব ভুলে মাঠের ক্রিকেটে ফিরতে কী করছেন রিয়াদরা? তার ভাষ্য,‘গত এক সপ্তাহে যা ঘটেছে ওখান থেকে সরে এসেছি। আমরা নিজেদের মধ্যে কথা বলেছি। এখানে এসে রাসেল ডমিঙ্গো খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছে, আমিও বলেছি। কতটুকু ভালো করতে পারে এভাবে চিন্তা করা উচিত আমার মনে হয়। সবার ওভাবেই চিন্তা করা উচিত।’
 
এমএইচবি

আরও পড়ুন