• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ৫, ২০১৯, ০৪:০৪ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ৫, ২০১৯, ০৪:০৪ পিএম

বঙ্গমাতা ভলিবল টুর্নামেন্ট : প্রধানমন্ত্রীর কাছে ট্রফি হস্তান্তর

বঙ্গমাতা ভলিবল টুর্নামেন্ট :  প্রধানমন্ত্রীর কাছে ট্রফি হস্তান্তর

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের আয়োজনে আগামী ৯ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত প্রথমবারের মতো নারী ভলিবল খেলোয়াড়দের জন্য বঙ্গমাতা এশিয়ান সিনিয়র উইমেন্স সেন্ট্রাল জোন ভলিবল চ্যাম্পিয়ন-২০১৯ অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

এই উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে টুর্নামেন্ট স্মারক ট্রফি ও বাংলাদেশ নারী দলের জার্সি তুলে দেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি মোঃ আতিকুল ইসলাম এবং বাণিজ্য মন্ত্রী ও সাংগঠনিক কমিটির চেয়ারম্যান টিপু মুনশি এমপি। 

এসময় আরো উপস্থিত ছিলেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই)এর সাবেক সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, এফবিসিসিআই এর সহ-সভাপতি সিদ্দিকুর রহমান ও তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারকদের সংগঠন বিজিএমই এর সভাপতি রুবানা হক।

উল্লেখ্য, ঢাকার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আগামী ৯ নভেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠেয় উদ্বোধনী দিনে বাংলাদেশ নারী দল মুখোমুখি হবে আফগানিস্তান নারী ভলিবল দলের। টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশসহ অংশগ্রহণ করবে আফগানিস্তান,নেপাল,মালদ্বীপ, কিরগিস্তান।  

টিএইচ/এমএইচবি
 

আরও পড়ুন