• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: নভেম্বর ৭, ২০১৯, ০৭:০১ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ৭, ২০১৯, ০৭:০৮ পিএম

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

আগের ম্যাচেই প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। এই ম্যাচ জিতলেই নিশ্চিত হবে সিরিজও। প্রায় এক যুগের টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে কখনোই ভারতের বিপক্ষে তাদের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিততে পারেনি কোনো দল। 

বাংলাদেশ যদি এই ম্যাচে জিতে যায় তাহলে ইতিহাসই গড়ে ফেলবে টাইগাররা। এমন সমীকরণ সামনে রেখে রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ। আগের ম্যাচের একাদশে কোনো পরিবর্তন ছাড়াই এই ম্যাচে মাঠে নামবে টাইগাররা। পরিবর্তন নেই ভারতের একাদশেও।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম শেখ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, আল আমিন হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম

ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ের, রিশাব পান্ত (উইকেটরক্ষক), ক্রুনাল পান্ডিয়া, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, দিপক চাহার ও খলীল আহমেদ।

এমএইচবি