• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ৭, ২০১৯, ১০:০৮ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ৭, ২০১৯, ১০:০৮ পিএম

পাওয়ার প্লেতে ভারতের এক উইকেটও ফেলতে পারলো না বাংলাদেশ

পাওয়ার প্লেতে ভারতের এক উইকেটও ফেলতে পারলো না বাংলাদেশ

টার্গেটটা খুব বড় নয়। বাংলাদেশে যেভাবে দারুণ শুরু করেছিল, শেষটা সেভাবে হয়নি। ভারতের সামনে লক্ষ্যটা তাই ১৫৪ রানের। তবে এই লক্ষ্যে খেলতে নেমেও যেন তর সইছে না ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার। বাংলাদেশের বোলারদের করা বলগুলো সীমানার দঁড়ি পাড় করাচ্ছেন অবলীলায়। 

যে কারণে পাওয়ার প্লের ৬ ওভার থেকেই তুলে নিয়েছেন ৬৩ রান। প্রথম ওভার থেকেই ১১ রান দেন মুস্তাফিজুর রহমান। এরপর শফিউলের করা দ্বিতীয় ওভার থেকে তুলে নেন ৮ রান। তৃতীয় ওভারে এসে দারুণ বল করেন মোহাম্মদ আল আমিন। মাত্র ৩ রান দেন তিনি।

কিন্তু এরপরই মুস্তাফিজের ওভার থেকে দুই চার ও এক ছক্কায় ১৫ রান তুলে নেন রোহিত। পরের ওভারে আল আমিনের বলেও হাঁকান দুই চার। শফিউল আবার বোলিংয়ে এসে দেন ১৫ রান। তবে ভারতীয় কোনো বোলারই পাওয়ার প্লেতে তুলে নিতে পারেননি কোনো উইকেট। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৭ ওভার ২ বল থেকে কোনো উইকেট না হারিয়েই ৮৩ রান তুলে নিয়েছে ভারত। ফিফটি তুলে নিয়েছেন রোহিত শর্মা। 

এমএইচবি