• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ৮, ২০১৯, ০৪:৪৩ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ৮, ২০১৯, ০৪:৪৩ পিএম

ভারতের বোলারদের নিয়ে ভাবছেনই না দেশ ছাড়া ৮ ক্রিকেটার  

ভারতের বোলারদের নিয়ে ভাবছেনই না দেশ ছাড়া ৮ ক্রিকেটার  
দেশত্যাগের আগে ক্রিকেটাররা জানালেন টেস্টে ভারতের বিপক্ষে ভালোকিছুই হতে যাচ্ছে। ফটো : সংগৃহীত

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে আজ ভারতের পথে রওনা দিলেন বাংলাদেশ ক্রিকেট দলের ৮ ক্রিকেটার। 

শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে ভারতগামী বিমানে উঠে দেশ ছেড়েছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে টেস্ট অধিনায়কের দায়িত্ব পাওয়া মুমিনুল হক, সাদমান ইসলাম, ইমরুল কায়েস, সাইফ হাসান, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, আবু জায়েদ রাহী এবং এবাদত হোসেন।

ভারতের বিপক্ষে তাদের মাটিতে টেস্ট খেলা কতটা কঠিন তা শক্তিশালী ক্রিকেটগুলো অসংখ্যবার হাড়ে হাড়ে টের পেয়েছে। তবে দেশত্যাগের আগে ক্রিকেটাররা ইতিবাচক বার্তা দিয়ে জানিয়ে রাখলেন এবার নাকি ভালোকিছুই হতে যাচ্ছে। 

ওপেনার সাদমান ইসলাম ভারতীয় বোলারদের নিয়ে চিন্তা না করার কথা জানিয়ে বলেন, ‘তারা অনেক শক্তিশালী দল। কিন্তু ওইরকম বাড়তি কোনো চাপ নিয়ে যাচ্ছি না। ওদের বোলার নিয়ে এতো চিন্তা নেই। আমরা ভালো ভালো অনেক দলের বিপক্ষেই খেলেছি। আমরা যেমন খেলি, তেমনই খেলবো।’
  
সাকিব আল হাসানের দলে না থাকাকে চাপ বলে স্বীকার করলেও মিরাজ, তাইজুল নাঈমদের নিয়ে কিছুটা পুষিয়ে নেয়া যাবে বলেও আশাবাদী কণ্ঠে জানালেন সাদমান। 

এদিকে, ব্যাট হাতে নিজের সামর্থ্যের সেরাটা দেয়ার বার্তা দিয়ে রেখেছেন ‘এ’ দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পাওয়া সাইফ হাসান। তরুণ এই ক্রিকেটার বলেন, ‘ইনশা আল্লাহ, আত্মবিশ্বাস আছে। সুযোগ যদি পাই দেশের হয়ে ভালো কিছু করতে চাই। ফর্মটা টেনে নেয়ার চেষ্টা করবো। সুযোগ পেলে ম্যাচ ধরে ধরে ভালো খেলার চেষ্টা করবো।’

প্রতিপক্ষ ভারতের বোলিং আক্রমণের দিকে তাকিয়ে কোনো লাভ নেই উল্লেখ করে সাইফ বলেন, ‘বলের দিকে তাকিয়ে খেলতে হবে। আমরা যদি সর্বোচ্চ ভালো ক্রিকেট খেলতে পারি তাহলে ইতিবাচক ফল পাওয়া সম্ভব।’ 

আরআইএস 
 

আরও পড়ুন