• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১০, ২০১৯, ০৩:৪৩ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১০, ২০১৯, ০৩:৪৩ পিএম

রোনালদোর পাশে বসে পড়লেন মেসি 

রোনালদোর পাশে বসে পড়লেন মেসি 
আরেকটি হ্যাটট্রিক করলেই অনন্য উচ্চতায় উঠে যাবেন লিওনেল মেসি। ফটো : টুইটার

সেল্টা ভিগোকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে দারুণ এক জয় তুলে নিয়ে রিয়াল মাদ্রিদকে টপকে লা লিগার পয়েন্ট টেবিলের আবারো শীর্ষে ফিরেছে বার্সেলোনা। স্প্যানিশ জায়ান্টদের এমন জয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখেন হ্যাটট্রিকম্যান লিওনেল মেসি। 

গোল আর হ্যাটট্রিক করা লিওনেল মেসির পক্ষে কী আর এমন ব্যাপার! এমন তো তিনি নিজের ফুটবল ম্যাজিক দেখিয়ে করেই চলেছেন। তবে সেল্টা ভিগোর বিপক্ষে হ্যাটট্রিক করে মেসি দুইটি চোখ ধাঁধানো ফ্রি কিকে জোড়া গোল ও স্পট কিক থেকে করা এক গোলে এবার তার প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর পাশে নাম লিখিয়ে ফেলেছেন। 

লা লিগায় ৩৪তম হ্যাটট্রিক করে রোনালদোকে স্পর্শ করে লীগের ইতিহাসে সবচেয়ে বেশিবার এই কীর্তি গড়ে ফেলেছেন মেসি। যেহেতু রোনালদো রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালিয়ান লীগ সিরি এ'তে জুভেন্টাসের হয়ে খেলছেন, তাই মেসি আরেকটি হ্যাটট্রিক করলেই অনন্য উচ্চতায় উঠে যাবেন। 

আরআইএস 

আরও পড়ুন