• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০১৯, ১১:৪১ এএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১৩, ২০১৯, ১১:৪১ এএম

সাকিবকে দেখতে না পেয়ে হতাশ ভারতীয় সিকিউরিটি গার্ড

সাকিবকে দেখতে না পেয়ে হতাশ ভারতীয় সিকিউরিটি গার্ড
বাঁ থেকে সিকিউরিটি গার্ড বিশাল ও সাকিব।

যেদিকেই উচ্চারিত হয় বাংলাদেশের ক্রিকেটের নাম, সেখানেই যেন অবধারিতভাবে হাজির হন সাকিব আল হাসান। তার উপস্থিতি দেশের ক্রিকেটের সবটা জুড়ে। গত এক যুগে কেবল দেশেরই নয়, বরং বাইরেও অনেক ভক্ত-সমর্থকের ভালোবাসা পেয়েছেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার। 

ভারতে সেটা আরও বেশি। আইপিএল খেলার সুবাদে সেখানকার মানুষের কাছে পরিচিত মুখ সাকিব। তার প্রতি মুগ্ধতাও আছে অনেকের। তেমনই একজন বিশাল রাজপুত। পড়াশুনার পাশাপাশি ছোটখাটো কাজ করেন তিনি। এবার সপ্তাহখানেকের জন্য পেয়েছেন ইন্দোর ক্রিকেট স্টেডিয়ামের সিকিউরিটি গার্ডের চাকরি।

সেখানেই বাংলাদেশের এক সাংবাদিককে জানালেন সাকিবের প্রতি নিজের মুগ্ধতার কথা। তিনি বলেন,‘ভারতে আইপিএল খেলতে আসেন সাকিব। এই ইন্দোর মাঠেও এসেছিলেন। আমি টিকিট কিনে খেলা দেখতে এসেছিলাম। কিছুদিন আগে শুনলাম তার (সাকিব) কী যেন ঝামেলা হয়েছে। তিনি কি আর খেলতে পারবেন না? অনেক দারুণ একজন ক্রিকেটার। আমার তাকে খুব ভালো লাগে। আমি বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে তাকেই বেশি চিনি। তিনি এলে খুব ভালো লাগতো। জানেন, আমি এখানে সিকিউরিটির চাকরি নিয়েছি পার্টটাইমার হিসেবে। শুধু খেলার দেখার জন্য।’

টি-টোয়েন্টির পর টেস্টেও বাংলাদেশ ভালো করবে বলে আশা তার, ‘পড়ালেখার পাশাপাশি আমি ছোটখাটো কাজও করি। আমি বাংলাদেশ-ভারত টেস্ট উপলক্ষে ৭ দিনের জন্য সিকিউরিটি গার্ডের কাজ নিয়েছি। টাকার জন্য নয়, খেলা দেখবো বলে। আমার বাংলাদেশের খেলা খুব ভালো লাগে। দিল্লিতে ভারতকে হারিয়েছে, নাগপুরে তো আমাদের দল বেঁচে গেছে দীপক চাহারের কারণে। আশা করি টেস্টেও বাংলাদেশ ভালো খেলবে।’

সাকিব নিষিদ্ধ হওয়ার কথা শুনে বিশাল বলেন, ‘আমি এখানে দাঁড়িয়ে কাজ করছি কারণ নেটে ক্রিকেটার আসে ব্যাট করতে। ভেবেছিলাম সাকিব হয়তো টেস্টে আসবে। এখন তোমার কাছে শুনলাম ও (সাকিব) এক বছর নিষিদ্ধ। ভীষণ খারাপ লাগছে। কিছুদিন আগে শুনেছিলাম কোনো ঝামেলা হচ্ছে সাকিবকে নিয়ে। এখন জানতে পারলাম কী হয়েছে। সে তো অনেক বড় ক্রিকেটার, আইসিসিকে কেন বললো না ফিক্সারের কথা

এমএইচবি

আরও পড়ুন