• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০১৯, ০৯:০৪ এএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১৪, ২০১৯, ০৯:০৪ এএম

বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজ শুরু আজ 

বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজ শুরু আজ 
ভারতের বিপক্ষে টেস্টের আগে নিজেদের প্রস্তুতি সেরে নিয়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। ফটো : বিসিবি

ইন্দোরে আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এই ম্যাচের মধ্য দিয়েই টেস্ট চ্যাম্পিয়নশিপে যাত্রা আরম্ভ করবে টাইগাররা।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০টায় হলকার স্টেডিয়ামে খেলাটি শুরু হবে। গাজী টিভি ও স্টার স্পোর্টস ওয়ান খেলাটি সরাসরি সম্প্রচার করবে। 

নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ দলে নেই সাকিব আল হাসান। তার অনুপস্থিতিতে আজ টেস্টে অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করতে চলেছেন মুমিনুল হক। দ্বিতীয় সন্তানের জন্মের অপেক্ষায় থাকা তামিম ইকবালও গোটা সিরিজেই নেই। অপরদিকে, টি-টোয়েন্টি সিরিজে না থাকলেও টেস্ট দলে ফিরেছেন ভারতের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি।

শক্তিশালী ভারতের বিপক্ষে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক মুমিনুল হক বলেছেন, আমার মনে হয়, আমাদের ওপর কোনো চাপ নেই। কারণ, আমাদের নিয়ে কোনো প্রত্যাশা নেই। আপনারাও জানেন, আমরাও জানি, সবাই জানে। আমাদের ওইরকম চাপ নেই যে, আমাদের জিততে হবে। আমরা ভালো ক্রিকেট খেলার চেষ্টা করবো।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : সাদমান ইসলাম, সাইফ হাসান/ইমরুল কায়েস, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী, এবাদত হসেন/মুস্তাফিজুর রহমান। 

আরআইএস 
 

আরও পড়ুন