• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০১৯, ০৮:১৯ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১৪, ২০১৯, ০৮:১৯ পিএম

হৃদয়ের সেঞ্চুরিতে বড় জয় পেল বাংলাদেশের যুবারা

হৃদয়ের সেঞ্চুরিতে বড় জয় পেল বাংলাদেশের যুবারা
সংগৃহীত ছবি

তৌহিদ হৃদয়ের সেঞ্চুরিতে শ্রীলঙ্কা অনুর্ধ্ব-১৯ দলের বিপক্ষে বড় জয় পেয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে রেকর্ড গড়ে টাইগার ‍যুবারা। অনুর্ধ্ব-১৯ পর্যায়ে সর্বোচ্চ ৩৪০ রানের সংগ্রহ করে তারা। আগের সর্বোচ্চটি ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে ৩১৬ রান। 

জবাব দিতে নেমে শ্রীলঙ্কান যুবারা মাত্র ১৭৯ রানে গুটিয়ে যাওয়ায় ১৬১ রানের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে আকবর আলীরা। এই জয়ের ফলে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ তে এগিয়ে গেল বাংলাদেশ। 

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে পাহাড়সম সংগ্রহ দাঁড় করায় টাইগার যুবারা। ৯৮ বলে ৮ চার ও ছয় তৌহিদ হৃদয়ের ১২৩ এবং তানজিদ হাসান ৬০, মাহমুদুল হাসান ৫২ ও  আকবর আলীর ৫২ রানের ইনিংসে ৭ উইকেটে ৩৪০ রান করে যুবারা। 

জবাব দিতে নেমে ৩১.১ ওভারে ১৭৯ রানেই সবকটি উইকেট হারায় সফরকারীরা। বাংলাদেশের হয়ে শরিফুল এবং সাকিব নেন ২টি করে উইকেট। 

এমএইচবি

আরও পড়ুন