• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১৭, ২০১৯, ১২:২১ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১৭, ২০১৯, ১২:২১ পিএম

হাসিনার জন্য সিসিটিভি বসানো হচ্ছে ইডেনের রান্নাঘরে

হাসিনার জন্য সিসিটিভি বসানো হচ্ছে ইডেনের রান্নাঘরে
শেখ হাসিনা।

আগামী ২২ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যেকার দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টি। প্রথমবারের মতো দিবা-রাত্রির টেস্ট খেলতে নামছে দুই দল। আর এই ম্যাচকে স্মরণীয় করে রাখতে সম্ভাব্য সব কিছুই করছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল এবং বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলি। 

এই টেস্টের প্রথম দিনে সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের। শেখ হাসিনার আগমন উপলক্ষে ইতোমধ্যেই নানা আয়োজনে হাতে নিয়েছে সিএবি। যার মধ্যে ৫০ পদের মধ্যাহ্নভোজের সঙ্গে রয়েছে বিশেষ শালের ব্যবস্থা। 

তার সফর উপলক্ষে কলকাতায় পরিদর্শনে গিয়েছিলেন ১৩ সদস্যের নিরাপত্তা টিম। ভারতীয় দৈনিক এই সময় জানাচ্ছে, শেখ হাসিনা যে বক্সে বসবেন, তার আগের দুটো রো-তে কর্ডন করার কথা বলেছেন তারা। তার বক্সে ল্যান্ডলাইন ফোন ও ওয়াই ফাই থাকবে। ইডেনে যেখানে রান্না হবে, সেখানে সিসিটিভি বসানো হচ্ছে। হাসিনার সঙ্গে আসবেন 'ফুড টেস্টার'-ও।

এমএইচবি

আরও পড়ুন