• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১৭, ২০১৯, ০২:২৫ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১৭, ২০১৯, ০২:২৫ পিএম

দলগুলো চাইলে ড্রাফটের বাইরেও থেকে নিতে পারবেন বিদেশি তারকাদের

দলগুলো চাইলে ড্রাফটের বাইরেও থেকে নিতে পারবেন বিদেশি তারকাদের
বঙ্গবন্ধু বিপিএলের লোগো।

বহুল আলোচিত বিপিএলের সপ্তম আসরের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হচ্ছে অবশেষে। রোববার (১৭ নভেম্বর) রাজধানীর পাঁচ তারকা একটি হোটেলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবারের আসরের প্লেয়ার্স ড্রাফট। যেখানে মোট ২২ দেশের ৪৩৯ ক্রিকেটারের নাম রয়েছে। 

তবে এতে নেই গত আসরে খেলে যাওয়া এবিডি ভিলিয়ার্স, স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নারদের মতো তারকাদের নাম । তাহলে কী এবারের আসরে দেখা যাবে না তাদের? না। বিপিএলের দলগুলো চাইলে ড্রাফটের বাইরে থেকে দুই জন বিদেশিকে দলে ভেড়ানোর সুযোগ রেখেছে বিসিবি। 

এখন সেটা নির্ভর করছে ৫ স্পন্সর পার্টনার যমুনা ব্যাংক (ঢাকা প্লাটুন), প্রিমিয়ার ব্যাংক (খুলনা টাইগার্স), আকতার গ্রুপ (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স), জেভিনি ফুটওয়্যার (সিলেট থান্ডার্স) আর আইসিপির (রাজশাহী রয়েলস) ওপর। তারা চাইলে যেকোন নামী-দামি বিশ্ব তারকাকে দলে ভেড়াতে পারবে। বিসিবির অধীনে থাকা দুই দল ‘কুমিল্লা ওয়ারিয়র্স’ ও ‘রংপুর রেঞ্জার্সে’র ক্ষেত্রেও একই নিয়ম।

এমএইচবি

আরও পড়ুন