• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১৭, ২০১৯, ০৩:০৯ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১৭, ২০১৯, ০৩:০৯ পিএম

মেসি সবসময় রেফারিকে চাপে রাখে, দাবি ব্রাজিল অধিনায়কের

মেসি সবসময় রেফারিকে চাপে রাখে, দাবি ব্রাজিল অধিনায়কের
লিওনেল মেসি ও থিয়াগো সিলভা। ছবি : সংগৃহীত

ম্যাচের আগে প্রশংসায় ভাসিয়েছিলেন লিওনেল মেসিকে। অথচ সুপার ক্লাসিকোর পরই সুর বদলে ফেলেছেন ব্রাজিলের অধিনায়ক থিয়াগো সিলভা। আর্জেন্টিনার বিপক্ষে মেসির গোলে এক গোলে হারের পর, যে মেসির বিপক্ষে খেলতে পারাটাকেই গর্ব বলেছিলেন তার উপরই এনেছেন নানা অভিযোগ। ম্যাচে মেসি সবসময় রেফারিকে চাপে রাখেন বলে দাবি তার।

সিলভা বলেন, ‘মেসি মাঠে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায়। সে দুইজন খেলোয়াড়কে লাথি মারল কিন্তু রেফারি কিছুই করলো না। আমি রেফারির সঙ্গে এ বিষয়ে তর্ক করছিলাম আর সে অনবরত হেসেই যাচ্ছিলো। তার জন্য করা প্রশংসার কথাগুলো আপনাকে একপাশে রেখে ভাবতে হবে।’

তিনি আরও বলেন, ‘সে সবসময় রেফারিকে চাপে রাখে, যাতে বিপজ্জনক জায়গায় ফ্রিকিক পেতে পারে। সে প্রতিটা ম্যাচে এটি করে। যারা স্পেনে তার সঙ্গে কিংবা বিপক্ষে খেলে, তাদের সঙ্গেও কথা বলেছি। তারাই জানিয়েছে যে সেখানেও একই কাজ করে। তার চেষ্টা থাকে রেফারির সিদ্ধান্ত এবং ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে।’

এমএইচবি

আরও পড়ুন