• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: নভেম্বর ১৭, ২০১৯, ০৮:৪০ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২০, ২০১৯, ০৩:৪৩ পিএম

রংপুর রেঞ্জার্সের কোচ হচ্ছেন গ্র্যান্ট ফ্লাওয়ার 

রংপুর রেঞ্জার্সের কোচ হচ্ছেন গ্র্যান্ট ফ্লাওয়ার 

আসন্ন বিপিএলে বিসিবির ব্যবস্থাপনায় পরিচালিত হতে যাওয়া রংপুর রেঞ্জার্সের কোচের দায়িত্ব নিতে চলেছেন জিম্বাবুয়ের সাবেক ব্যাটসম্যান এবং পাকিস্তানের সাবেক ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ার। চলমান প্লেয়ার ড্রাফটে তিনি উপস্থিত আছেন। 

জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় থাকাকালীন অবস্থায় তাকে জিম্বাবুয়ের ক্রিকেটের ইতিহাসে সেরা ক্রিকেটার হিসেবে গণ্য করা হতো। তিনি তার চমকপ্রদ ব্যাটিং শৈলী প্রদর্শনসহ বামহাতে স্পিন বোলিংয়েও দক্ষ ছিলেন।  এছাড়াও উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে তিনি দলের সফলতার প্রধান কেন্দ্রবিন্দুতে অবস্থান করেছেন।

শারীরিক সক্ষমতা বজায় রাখতে তিনি জিমে কয়েক ঘণ্টা ব্যয় করতেন। খেলোয়াড়ি জীবনের অধিকাংশ সময়ই বড় ভাই অ্যান্ডি ফ্লাওয়ারের সঙ্গে একত্রে ক্রিকেট খেলেছেন। 

অ্যান্ডি ফ্লাওয়ারের সঙ্গে যৌথভাবে ফ্লাওয়ার পাওয়ার নামে খ্যাত গ্রান্ট ফ্লাওয়ার গালি অঞ্চলে ফিল্ডিং করে প্রতিভাবান ফিল্ডারের মর্যাদা পেয়েছিলেন। তারা উভয়েই এক দশককাল জিম্বাবুয়ের প্রধান ব্যাটিং মেরুদণ্ড ছিলেন।

এমএইচবি/আরআইএস