• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০১৯, ১০:৫৬ এএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১৯, ২০১৯, ১০:৫৬ এএম

রোমানিয়াকে হারিয়ে অপরাজিত থাকলো স্পেন 

রোমানিয়াকে হারিয়ে অপরাজিত থাকলো স্পেন 
স্পেনের পক্ষে গোল করার পর আনন্দে দৌড়ে লাফিয়ে ওঠেন ফ্যাবিয়ান রুইজ। ফটো : টুইটার

রোমানিয়াকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে সব ম্যাচে অপরাজিত থেকে নিজেদের ইউরো বাছাইপর্বের মিশন শেষ করলো আগেই মূলপর্বের টিকেট নিশ্চিত করে ফেলা স্পেন।

সোমবার (১৮ নভেম্বর) রাতে অনুষ্ঠিত ‘এফ’ গ্রুপের ম্যাচে নিজেদের মাঠে আক্রমণাত্মক ফুটবল খেলা স্প্যানিশরা ম্যাচের ৮ মিনিটেই গোলের দেখা পেয়ে যায়। ডি বক্সের ভেতর থেকে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন ফ্যাবিয়ান রুইজ। 

৩৩ মিনিটে হেডে বল জালে পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন ভিয়ারিয়ালের ফরোয়ার্ড জেরার্ড মরেনো। এরপর ৪৩ মিনিটে ডি বক্সের একেবারে কাছ থেকে বাঁ পায়ের শটে মরেনো ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন। প্রথমার্ধের শেষ মিনিটে আন্দ্রিয়ান রুসের আত্মঘাতী গোলের সুবাদে স্পেনের পক্ষে স্কোরলাইন দাঁড়ায় ৪-০। 

দ্বিতীয়ার্ধে গোল পেতে স্পেনকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। ম্যাচের শেষদিকে ইনজুরি সময়ের প্রথম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে দলের পঞ্চম গোলটি করেন মিকেল।

গ্রুপের আরেক ম্যাচে মূল পর্ব নিশ্চিত করা আরেক দল সুইডেন শেষ ম্যাচে ৩-০ গোলে ফারো আইল্যান্ডসকে হারিয়েছে।

১০ ম্যাচে ৮ জয় ও দুই ২ স্পেনের অর্জন ২৬ পয়েন্ট। সমান ১০ ম্যাচে সুইডেনের পয়েন্ট ২১।

আরআইএস 
 

আরও পড়ুন