• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০১৯, ০৮:৩৪ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১৯, ২০১৯, ০৮:৩৪ পিএম

‘কোচ আমাদের খাইয়ে দেবেন না, দেখিয়ে দেবেন’

‘কোচ আমাদের খাইয়ে দেবেন না, দেখিয়ে দেবেন’
আল আমিন হোসেন। ছবি : বিসিবি

তিন দিনেই হেরেছে প্রথম টেস্ট, তাও আবার ইনিংস ব্যবধানে। বাংলাদেশের সামনে এবারের চ্যালেঞ্জটা আরও বেশি। খেলতে হবে ফ্লাডলাইটের আলোয়, গোলাপি বলে। তা উতরাতে কতটুকু কাজ করছেন কোচরা? এমন প্রশ্ন করতেই আল আমিন হোসেন জবাব দেন অনুশীলনটা হচ্ছে ঠিকঠাকই, মাঠে প্রয়োগ করতে না পারার দায়টা কেবলই তাদের। 

তিনি বলেন, ‘অনুশীলন যতই করি না কেন কোচ তো আমাদের খাইয়ে দিতে পারবে না। আমাদের যে কাজ বা প্রক্রিয়াটা দেখিয়ে দেবেন, আমরা সেটা নিয়ে অনুশীলনে কাজ করব। ওখানেও কিন্তু সব ঠিকঠাক হচ্ছে। মাঠে চাপ থাকবে সব থাকবে কিন্তু কাজটা আমাদের। ভালো করার দায়িত্ব আমাদের। অনুশীলন যেমন ভালো হচ্ছে, সেটা মাঠের খেলাতেও দেখাতে হবে।’

গোলাপি বল প্রসঙ্গে তিনি বলেন, ‘বল সবার জন্য তো একই। ভালো জায়গায় বল করতেই হবে। বলটা একটু ভিন্ন এটা সত্যি। লাল বলের চেয়ে সিমটা একটু শক্ত। বলটা দ্রুত চকচকেও করা যায়। ভালোই হবে (বোলারদের জন্য)। কন্ডিশন যদি ভালো থাকে, আমরা যারা পেস বোলার খেলব তাদের দায়িত্ব অনেক। কারণ ভালো জায়গায় বল করতে হবে।ওদের সুযোগ দেওয়া যাবে না, ওদের সবাই উঁচু মানের ব্যাটসম্যান। বোলারদের বড় এক পরীক্ষা। বলটা যেহেতু ভালো, আমরা যদি ভালো বল করি তাহলে টেস্টটা প্রতিদ্বন্দ্বিতামূলক হবে।’

দিবা রাত্রির টেস্ট খেলতে নিজেদের আগ্রহের কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘আসলে আমরা সবাই উন্মুখ হয়ে আছি গোলাপি বলের এই ঐতিহাসিক টেস্টের জন্য। আমরা এতে অপরিচিত, ভারতও অপরিচিত, বলটাও নতুন। সে হিসেবে চ্যালেঞ্জিং ম্যাচ হবে। গত কয়েক দিন আমরা এ বলে অনুশীলন করছি। কলকাতাতেও আরও দুই দিন সুযোগ পাব। সবকিছু মিলিয়ে অতীতে যা হয়েছে তা নিয়ে ভাবলে তো সামনে এগোনো যাবে না। দল হিসেবে কীভাবে ভালো করা যায় সে চিন্তাই করছি। কীভাবে প্রতিরোধ করা যায় সে চেষ্টাই থাকবে।’

এমএইচবি

আরও পড়ুন