• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২০, ২০১৯, ০৪:২৪ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২০, ২০১৯, ০৪:২৪ পিএম

মোহাম্মদ শহীদের ব্যাপারেও কঠোর বিসিবি

মোহাম্মদ শহীদের ব্যাপারেও কঠোর বিসিবি
মোহাম্মদ শহীদ। ফাইল ছবি

ব্যক্তিগত জীবনে বেশ কয়েক বারই উচ্ছৃঙ্খল জীবন যাপনের জন্য সংবাদের শিরোনাম হয়েছেন পেসার শাহাদাত হোসেন রাজীব। তবে সবশেষ যা করলেন, তা একেবারেই গ্রহনযোগ্য না। মাঠেই সতীর্থ ক্রিকেটার আরাফাত সানিকে মারধর করেন তিনি।

এই ঘটনায় ইতোমধ্যে শাস্তিও পেয়েছেন রাজীব। তবে পরে জানা গেছে এই ঘটনার মূল হোতা আরেক পেসার মোহাম্মদ শহীদ। তিনিই প্রথম ধেয়ে যান সানিকে মারতে। তার ব্যাপারেও বিসিবি কঠোর অবস্থানে রয়েছেন বলে জানিয়েছেন বিসিবির নির্বাচক হাবিবুল বাশার সুমন। 

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শহীদের ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। শহীদের যে রিপোর্ট সেটা আমাদের হাতে এসেছে ম্যাচ অফিসিয়ালরা যেটা দিয়েছে। কালকে আমরা একটু ব্যস্ত ছিলাম বসতে পারিনি। আজকে হয়তো আবার বসব। টুর্নামেন্ট কমিটির সাথে বসে সিদ্ধান্তটা নিতে হবে। শাহাদাতের ব্যাপারটা ছিল টেকনিক্যাল কমিটিতে আসছে, ম্যাচ অফিসিয়ালরা পাঠিয়েছেন সেটা নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি। শহীদের ব্যাপারটা হবে আমাদের যে টুর্নামেন্ট কমিটি তাদের সাথে বসতে হবে।’

কী ধরণের শাস্তি হতে পারে শহীদের এ নিয়ে সুমন বলেন, ‘আমাদের টুর্নামেন্ট কমিটি কি বলে, কি করতে পারে সেটা নিয়ে বসব। সিরিয়াস একটা ব্যাপার আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা কিছু কিছু ব্যাপারে একটুও ছাড় দিতে চাচ্ছিনা। ক্রিকেটের বৃহত্তর স্বার্থেই। হয়তো এটা মানবিক দিক দিয়ে অনেকে কিছু বলতে পারে কিন্তু একটা জিনিস বুঝতে হবে যা করছি ক্রিকেটের বৃহত্তর স্বার্থেই করছি। কারণ প্রথম শ্রেণির ক্রিকেট অনেক মর্যাদার জায়গা। সেটাকে যদি কেউ অমূল্যায়ন করে তাঁকে সেটার মূল্য দিতে হবে।’

এমএইচবি

আরও পড়ুন