• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২০, ২০১৯, ০৫:১৬ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২০, ২০১৯, ০৫:৩৬ পিএম

‘ইডেন টেস্টের ব্যাপারটা অন্য রকম, খুবই এক্সাইটেড’

‘ইডেন টেস্টের ব্যাপারটা অন্য রকম, খুবই এক্সাইটেড’
হাবিবুল বাশার সুমন। ফাইল ছবি

প্রথমবারের মতো উপমহাদেশে গোলাপি বলে ক্রিকেট। সেখানে আবার আছে বাংলাদেশ। ব্যাপারটা দেশের ক্রিকেটের জন্য গর্বেরই। তার উপর ভারতের বিপক্ষে কলকাতায় আয়োজিত ইডেন গার্ডেন টেস্টে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশের অভিষেক টেস্টের ক্রিকেটারদের। 
 
টাইগারদের হয়ে প্রথম টেস্টে খেলা হাবিবুল বাশার সুমন বর্তমানে নির্বাচকের দায়িত্ব পালন করছেন। ইডেন টেস্টে আমন্ত্রণ পাওয়ায় সম্মানিত বোধ করছেন বলেই জানিয়েছেন তিনি, ‘বাংলাদেশ-ভারত দিবারাত্রির টেস্ট ম্যাচ খেলবে, উপমহাদেশের প্রথম দিবারাত্রির টেস্ট ম্যাচ হচ্ছে। বিষয়টি খুবই আনন্দের আমরা প্রথম টেস্টের ক্রিকেটাররা ঐতিহাসিক এই বিষয়টার সাক্ষী হতে পারা।’

তিনি আরও বলেন, ‘সবাই একত্রিত হচ্ছি। গত ১৯ বছরে যতটা না কথা হয়েছে গত তিনদিনে এর চাইতে বেশি কথা হয়েছে। এখন অনেকেই ক্রিকেটে আছে অনেকেই নাই, বিভিন্ন পেশা অন্য পেশায় চলে গেছে। তো এই তিনদিনে আমাদের বেশ যোগাযোগ হয়েছে , মনে হচ্ছে সেই ১৯ বছর আগে ২০০০ সালে ফিরে গিয়েছি। সবমিলিয়ে আমাদের জন্য আনন্দের বিষয়, আমরা অনেক সম্মানিত বোধ করছি। খুবই এক্সাইটেড।’

২২ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ইডেন টেস্টে উপস্থিত থাকবে ভারতীয় কিংবদন্তি ক্রিকেটাররাও, ঘণ্টা বাজিয়ে ম্যাচের উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তবে দিনশেষে বাংলাদেশের ভালো খেলাই পূর্নতা দিতে পারে আয়োজনকে মনে করেন হাবিবুল, ‘দিনশেষে মাঠে বসেত অনেক মজা করবো যেহেতু অনেক ক্রিকেটার আসবে, ব্যাপারটি অন্যরকম। দিনশেষে বাংলাদেশ ভালো খেললে আনন্দটা আরও বেশি পূর্ণতা পাবে।’ 

এমএইচবি

আরও পড়ুন