• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২১, ২০১৯, ০৭:৩৬ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২১, ২০১৯, ০৭:৩৬ পিএম

আমি ড্র হলেই খুশি : প্রধানমন্ত্রী

আমি ড্র হলেই খুশি : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কলকাতার ইডেন গার্ডেনে প্রথমবারের মতো গোলাপি বলে টেস্ট খেলতে মাঠে নামছে বাংলাদেশ ও ভারত। এই ম্যাচকে সামনে রেখে নানা আয়োজন হাতে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই টেস্ট উপলক্ষে পুরো কলকাতা নগরীকে সাজানো হয়েছে গোলাপি রঙে। 

আগেই জানা এই ঘণ্টা বাজিয়ে টেস্ট উদ্বোধন করবেন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে ঘিরে নানা রকমের আয়োজনও ইতোমধ্যেই সংবাদের শিরোনাম হয়েছে। গোলাপি শাল ও ৫০ পদের মধ্যাহ্নভোজসহ প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে আয়োজনের কমতি রাখেনি ভারত। 

তবে এতো সব কিছুর ভীড়েও মূল লড়াইটা হবে মাঠের ক্রিকেটে। সেখানে বাংলাদেশকে নিয়ে প্রধানমন্ত্রীর প্রত্যাশা কী? বৃহস্পতিবার সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানেই এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভালো কিছুরই আশা করছি। আমি ড্র হলেই খুশি।’ 

এমএইচবি

আরও পড়ুন