• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২১, ২০১৯, ০৯:০৬ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২১, ২০১৯, ০৯:০৬ পিএম

‘পাকিস্তানের বোলিং নিয়ে চিন্তিত না’

‘পাকিস্তানের বোলিং নিয়ে চিন্তিত না’
নাজমুল হোসেন শান্ত। ফাইল ছবি

তৃতীয় বারের চেষ্টায় অবশেষে ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে পৌঁছেছে বাংলাদেশ। এর আগে দুইবার সেমিফাইনাল খেললেও ফাইনালে যেতে পারেনি বাংলাদেশ। তবে এবার ঘরের মাঠে অনুষ্ঠিত এই আসরের সেমিফাইনালে আফগানিস্তানকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ফাইনাল খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ।

ম্যাচ শেষে এ প্রসঙ্গে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘আমি গতকালকেও বলেছি সবার উদ্দেশ্যে আমরা কোন টিম নিয়ে চিন্তা করতেছিনা। আমাদের যে প্রসেস যে প্ল্যান সে অনুযায়ীই খেলার চেষ্টা করবো। সো ওটাই আজকে আমরা করার চেষ্টা করেছি বোলার বলেন ব্যাটসম্যান বলেন। যেটা আমাদের প্ল্যান ছিল সেভাবেই আমরা খেলেছি হয়তো সেজন্যই আমরা ম্যাচটা ভালোভাবে জিততে পেরেছি।’

ফাইনালের প্রতিপক্ষ পাকিস্তানের বোলিং নিয়েও চিন্তিত নন বলেই জানিয়েছেন শান্ত। তিনি বলেন, ‘গত ম্যাচেও আমরা দেখেছি তাদের (পাকিস্তান) বোলিং আক্রমণ বেশ ভালো। তবে খুব বেশি চিন্তিত নই, আমাদের যে শক্তির জায়গা আছে সেভাবেই খেলার চেষ্টা করবো। প্রতিপক্ষের কি আছে কি নেই সে নিয়ে চিন্তা করছিনা।’

শিরোপার এত কাছে এসে খালি হাতে ফিরতে চাননা বাঁহাতি এই ব্যাটসম্যান, ‘অবশ্যই প্রথম থেকেই সবার মধ্যে এটা ছিল যে শিরোপার লক্ষ্য নিয়ে শুরু করা। কিন্তু আমরা যেহেতু খুব কাছাকাছি চলে এসেছি ওটা নিয়ে চিন্তা করবো না। যেটা আমাদের প্ল্যান সেটাই করবো যদি প্রসেসটা ঠিক থাকে অবশ্যই আমরা চ্যাম্পিয়ন হতে পারি।’’

এমএইচবি

আরও পড়ুন