• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২২, ২০১৯, ১০:২২ এএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২২, ২০১৯, ১০:২২ এএম

এসএ গেমসের নারী দল ঘোষণা, নেই রুমানা

এসএ গেমসের নারী দল ঘোষণা, নেই রুমানা
রুমানা আহমেদ। ফাইল ছবি

আগামী ১ থেকে ১০ ডিম্বের নেপালের কাঠমান্ডু ও পোখারায় হবে এসএ গেমসের ত্রয়োদশ আসর। যে আসরের  জন্য বাংলাদেশ নারী ক্রিকেট দল দল ঘোষণা করা হয়েছে। যেখানে নেই দলের অন্যতম সেরা ক্রিকেটার রুমানা আহমেদ। দীর্ঘ দিনের চোটের কারণেই ছিটকে গেছেন তিনি। 

স্বর্ণজয়ের লক্ষ্যেই এসএ গেমসে খেলতে যাবে টাইগ্রেসরা। দুই গ্রুপে ভাগ হয়ে ক্রিকেটে অংশ নেবে ৭ দল। 'বি' গ্রুপে বাংলাদেশের সঙ্গী পাকিস্তান ও মালদ্বীপ। অন্যদিকে 'এ' গ্রুপে স্বাগতিক নেপালের সঙ্গে রয়েছে ভারত, শ্রীলঙ্কা ও ভুটান।

এস গেমসে বাংলাদেশ নারী ক্রিকেট দল:

সালমা খাতুন (অধিনায়ক), নিগার সুলতানা, জাহানারা আলম, আয়েশা রহমান, ফারজানা হক, মুর্শিদা খাতুন, সানজিদা ইসলাম, সোবহানা মুস্তারি, ফাহিমা খাতুন, শামীমা সুলতানা, নাহিদা আক্তার, খাদিজা তুল কুবরা, রিতু মনি, পূজা চক্রবর্তী ও রাবেয়া।

স্ট্যান্ড বাই: মিমতা হেনা হাসনাত, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুরাইয়া আজমিন, পান্না ঘোষ ও শায়লা শারমিন।

আরও পড়ুন