• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: নভেম্বর ২২, ২০১৯, ০১:১৮ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২২, ২০১৯, ০১:১৮ পিএম

ইডেন টেস্টে বাংলাদেশ দলে ২ পরিবর্তন

ইডেন টেস্টে বাংলাদেশ দলে ২ পরিবর্তন

কলকাতার ইডেন গার্ডেনে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে টসে জিতে ইতোমধ্যে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। 

শুক্রবার (২২ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর দেড়টায় খেলাটি শুরু হবে। গাজী টিভি ও স্টার স্পোর্টস ওয়ান খেলাটি সরাসরি সম্প্রচার করবে। 

টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয়ার পর টাইগারদের টেস্ট অধিনায়ক মুমিনুল হক জানিয়েছেন, ইডেন টেস্টের একাদশে ২টি পরিবর্তন আনা হয়েছে। ইন্দোর টেস্টে খেলা স্পিনার তাইজুল ইসলামের পরিবর্তে পেসার আল আমিন হোসেন এই টেস্টে খেলবেন। মেহেদী হাসান মিরাজের পরিবর্তে মাঠে নামবেন নাঈম হাসান। 

ভারতীয় একাদশে অবশ্য কোনো পরিবর্তন আসেনি। ইন্দোর টেস্টের দল নিয়েই মাঠে নামবে বিরাট কোহকির দল। 

বাংলাদেশের একাদশ : সাদমান ইসলাম, ইমরুল কায়েস, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, লিটন দাস (উইকেটরক্ষক), নাঈম হাসান, আল আমিন হোসেন, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন।

ভারতীয় একাদশ : রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, উমেশ যাদব, মোহাম্মদ শামি।

আরআইএস