• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০১৯, ০৪:৪১ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ৪, ২০১৯, ০৪:৪১ পিএম

শঙ্কামুক্ত হয়ে হাসপাতাল ছেড়েছেন স্বর্ণজয়ী প্রিয়া

শঙ্কামুক্ত হয়ে হাসপাতাল ছেড়েছেন স্বর্ণজয়ী প্রিয়া
সংগৃহীত ছবি

শঙ্কামুক্ত হয়ে হাসপাতাল ছেড়েছেন স্বর্ণজয়ী বাংলাদেশের কারাতেকার মারজান আক্তার প্রিয়া। আগের দিন দেশের হয়ে স্বর্ণ জেতার পর বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে দলগত কুমির সেমিফাইনাল লড়াইয়ে গুরুতরভাবে আহত হন। এরপর তাকে নেপালের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কয়েক ঘণ্টা থাকার পর তাকে ছাড়পত্র দিয়েছেন হাসপাতালের ডাক্তার।

তার আগে শ্রীলঙ্কার কারাতেকার বান্দারা তার পেটে আঘাত করেন। তাতে শুরুতেই চিকিৎসা নিতে হয়। এরপর বান্দারা তার মুখে আঘাত করে। ঠোঁট ফেটে রক্ত বেরোয়। এরপরও পুনরায় খেলায় ফিরে আসেন প্রিয়া। কিন্তু শেষে বান্দারার একটি আঘাত তার মাথায় লাগে। এরপরই জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। 

প্রিয়ার সঙ্গে থাকা আরেক বাংলাদেশি অ্যাথলেট আবিদা সুলতানা জানান, ‘শ্রীলঙ্কার সঙ্গে আমাদের সেকেন্ড বাউটের খেলা ছিল। তিন জন করে খেলা। প্রথম বাউট খেলেছে মাউনজেরা বর্ণা। শ্রীলঙ্কার খেলোয়াড়রা বারবার দুই চোয়ালের দিকে আঘাত করছিল, এটা খেলার অংশ। কিন্তু হিট অনেক জোরে ছিল। সাধারণত এ ধরনের হিটে রেফারিরা ফাউল দেয় এবং তারা ফাউল দিয়েছেও।’

এমএইচবি

আরও পড়ুন