• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০১৯, ০৯:০৭ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ৫, ২০১৯, ০৯:০৯ পিএম

সুফিলের গোলে জয়, বেঁচে থাকলো বাংলাদেশের ফাইনালের আশা

সুফিলের গোলে জয়, বেঁচে থাকলো বাংলাদেশের ফাইনালের আশা

যাওয়ার আগে প্রত্যাশা ছিল অনেক। সাম্প্রতিক সময়ে ফুটবলে বাংলাদেশের পারফরম্যান্সেই জেগেছিল সেই আশা। ফুটবলাররাও দিয়েছিলেন ভালো কিছুর প্রতিশ্রুতি। কিন্তু নেপালে অনুষ্ঠিত এস এ গেমস ফুটবলে সে অনুযায়ী খেলা তো দেখা যায়ইনি। বরং ফিরে এসেছে সেই হতশ্রী রূপ।

প্রথম ম্যাচে ভুটানের কাছে হেরে এস এ গেমস মিশন শুরু করেছিল সোনা জয়ের আশা নিয়ে নেপালে যাওয়া বাংলাদেশ। তাতে শঙ্কা জেগেছিল ফাইনাল খেলা নিয়ে। যা আরও গভীর হয়েছিল দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ড্র করায়। তবে তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাহবুবুর রহমান সুফিলের একমাত্র গোলে জয় তুলে নিয়ে ফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবনের পরিবর্তে একাদশে জায়গা পাওয়া সুফিলের ১২ মিনিটে করা গোলেই এস এ গেমস ফুটবলে প্রথম জয়ের মুখ দেখে লাল-সবুজ জার্সিধারীরা।

শুক্রবার (৬ ডিসেম্বর) শেষ ম্যাচে নেপালের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ফাইনালে উঠতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই।

এমএইচবি/এসএমএম

আরও পড়ুন