• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০১৯, ১১:৫৯ এএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ৬, ২০১৯, ১১:৫৯ এএম

অলআউট না করেই ভুটানের বিপক্ষে জয় বাংলাদেশের

অলআউট না করেই ভুটানের বিপক্ষে জয় বাংলাদেশের
ফাইল ছবি

আগের ম্যাচে মালদ্বীপের পর এবার ভুটানের বিপক্ষেও বড় জয় পেয়েছে বাংলাদেশ। তবে এই দুই দেশ যে ক্রিকেট খেলে এটা ক’জন জানে তা নিয়েই প্রশ্ন উঠতে পারে। তাই তো প্রত্যাশা ছিল মেয়েদের মতো দূর্বল দলগুলোকে গুড়িয়ে দেবে ছেলেরা। কিন্তু তা আর পারলেন কোথায় সৌম্য সরকার-নাজমুল হোসেন শান্ত’রা। 

৭ জন ক্রিকেটারের আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা থাকা বাংলাদেশ অনুর্ধ্ব-২৩ দলের বিপক্ষে যে পুরো ২০ ওভারই ব্যাটিং করেছে ভুটান। অলআউট তো করতেই পারেনি, নিয়েছে কেবল ৭ উইকেট। টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে ভুটান। প্রথম উইকেট হারায় ২৩ রানে। 

পরে আরও ৬ উইকেট হারালেও নির্ধারিত ২০ ওভার ঠিকই খেলে ফেলে ভুটান। ২৯ বলে সর্বোচ্চ ১৫ রান করেন ওপেনার তিনজিন ওয়াংসুক। বাংলাদেশের পক্ষে মানিক খান ২, মেহেদি হাসান রানা, তানভীর ইসলাম, মিনহাজুল আবেদিন আফ্রিদি ও সৌম্য সরকার পান একটি করে উইকেট। 

জবাব দিতে নেমে অবশ্য খুব একটা বেগ পেতে হয়নি বাংলাদেশের। কোনো উইকেট না হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায়। ৫ চার ও ৩ ছক্কায় ২৮ বলে ৫০ রান করেন সৌম্য, ১ ছক্কায় ১৩ বলে ১৬ রান করেন নাঈম শেখ। ৬ ওভার ৫ বলেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। 

এমএইচবি

আরও পড়ুন