• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০১৯, ০৪:৪২ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ৬, ২০১৯, ০৪:৪২ পিএম

এসএ গেমস

সোনা জয়ের মিশনে ক্রিকেটে বাঘিনীদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা

সোনা জয়ের মিশনে ক্রিকেটে বাঘিনীদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা
ফাইল ছবি

এসএ গেমসে সোনা জয়ের প্রত্যাশা নিয়েই খেলতে গিয়েছিল বাংলাদেশ নারী দল। সে পথে ভালোভাবেই আছে বাঘিনীরা। প্রথম দুই ম্যাচে ভুটান ও শ্রীলঙ্কাকে হারানোর পর সর্বশেষ ম্যাচে মালদ্বীপকে ২৪৯ রানের বড় ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশের মেয়েরা।

এবার নিশ্চিত হয়েছে টাইগ্রেসদের ফাইনালের প্রতিপক্ষও। পোখরায় আগামী রোববার ফাইনালে সোনার পদকের লড়াইয়ে নামবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। তার আগে শনিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ব্রোঞ্জের লড়াইয়ে নামবে নেপাল ও মালদ্বীপ।

শুক্রবার নেপালকে ৪১ রানে হারিয়ে ফাইনাল খেলা নিশ্চিত করে লঙ্কান মেয়েরা। এদিন টস জিতে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৭৭ রান করে শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভার খেলে ৯ উইকেটে ৭৭ রানের বেশি করতে পারেনি নেপালের মেয়েরা। 

এমএইচবি

আরও পড়ুন