• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০১৯, ১২:৫২ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ৮, ২০১৯, ১২:৫২ পিএম

সোনা জয়ের লড়াইয়ে একশ’র আগেই থামলো মেয়েরা

সোনা জয়ের লড়াইয়ে একশ’র আগেই থামলো মেয়েরা
ফাইল ছবি

পুরো আসর জুড়ে দাপুটে পারফরম্যান্স। মালদ্বীপের বিপক্ষে তো একই টি-টোয়েন্টি ম্যাচে সেঞ্চুরি করেছেন দুই ব্যাটসম্যান। ওই ম্যাচে জয়টা ছিল ২৪৯ রানে। তাই প্রত্যাশাটাও বড় হয়েছিল সবার। কিন্তু এসএ গেমসে স্বর্ণ জয়ের ম্যাচে প্রথম ইনিংস শেষে হতাশই করেছে বাংলাদেশের মেয়েরা। শ্রীলঙ্কার মেয়েদের সামনে লক্ষ্যে দিয়েছে ৯২ রানের। 

শুরুটা অবশ্য ভালোই হয়েছিল টাইগ্রেসদের। ৩ চারে ১৫ বলে ১৪ রান করে প্রথম ব্যাটসম্যান হিসেবে দলীয় ১৬ রানে সাজঘরে ফেরত যান ওপেনার মুর্শিদা খাতুন। এরপর দ্বিতীয় উইকেটের পতন হয় ৩৬ রানে। ১৪ বলে মাত্র ২ রান করে আউট হন আয়েশা। 

আর সেখানেই ধ্বস নামে বাংলাদেশের। ওই ওভারেই সাজঘরে ফেরেন আরও তিন ব্যাটসম্যান। ১ উইকেটে ৩৬ রান থেকে বাংলাদেশ হয়ে যায় ৫ উইকেটে ৩৬। একাই লড়াই চালিয়ে যান নিগার সুলতানা। ২ চার ও ১ ছক্কায় ৩৮ বলে ২৯ রান করেন তিনি। শেষদিকে ২১ বলে ১৫ রান করেন ফাহিমা খাতুনও। তবুও বাংলাদেশের সংগ্রহটা একশ ছাড়ায়নি। লঙ্কানদের পক্ষে ৪ ওভারে ৮ রান দিয়ে ৪ উইকেট পান ওমেশা থিমাসিনি। 

এমএইচবি