• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০১৯, ১১:৫৫ এএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১২, ২০১৯, ১১:৫৫ এএম

আমরা সবসময় প্রত্যাশিত পারিশ্রমিক পাই না : মুশফিক

আমরা সবসময় প্রত্যাশিত পারিশ্রমিক পাই না : মুশফিক
সংগৃহীত ছবি

বিপিএলের শুরু থেকেই স্থানীয় ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে অসন্তোষ রয়েছে সবার। জাতীয় দলের নামি তারকারাও এ নিয়ে সোচ্চার। এবারের বিশেষ বিপিএলেও সেই একই অভিযোগ স্থানীয় ক্রিকেটারদের। খুলনা টাইগার্সের অধিনায়ক মুশফিকুর রহিম আরও একবার এ নিয়েই জানালেন নিজের ক্ষোভ। 

তিনি বলেন, ‘আমরা সবসময় প্রত্যাশিত পারিশ্রমিক পাই না। এবার তো অনেক তাড়াতাড়ি পারিশ্রমিক হয়েছে, সৌভাগ্যবশত। এবার খেলাটা হচ্ছে সেটাই অনেক। আমরা নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করেছি, তারা সেভাবে আশ্বস্ত করেছেন। নেক্সট থেকে বেতন বা ভাতা আমরা ঠিকঠাক পাবো বলে আশা করি।’

বিদেশিদের সঙ্গে নিজেদের বৈষম্যের কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘বিদেশে লোকাল খেলোয়াররা বেশি পারিশ্রমিক পান। আমাদের এখানে তা হয় না। একইসঙ্গে নিজেদের খেলার মানটাও বাড়াতে হবে। আমি আশা করবো আমরাও যাতে এবার ভাল খেলা দেখাতে পারি যাতে করে আমাদের বেতনটা বৃদ্ধি পায়। আর পারিশ্রমিক বেশি হলেই যে আপনি দল পাবেন তা না। এ বছর দেখেন অনেক ভাল ভাল খেলোয়াড়ও দল পায়নি। আমার মনে হয় সে দিকটা বিবেচনা করেই আমাদের এগুলো ঠিক করা উচিত। এ বছরের বিপিএলটা সবার জন্য অনেক চ্যালেঞ্জিং, আমার জন্যও চ্যালেঞ্জিং।’

ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে অসন্তুষ্টিটা কম থাকে। তাই ক্রিকেটারররা চান আগের মত ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বিপিএল ফিরে পেতে, মুশফিকও তাই চান, ‘হ্যাঁ! আমরা আশ্বাস পেয়েছি। আর এটা পরের বিপিএল থেকেই হবে। এবারেরটা অনেক তাড়াতাড়ি হচ্ছে সুতরাং এটি মাঠে গড়াচ্ছে সেটিই আমাদের জন্য অনেক বড় ফ্যাক্ট। পরের বছর থেকে সব ঠিক হয়ে যাবে, এমন আশ্বাসই আমরা পেয়েছি। আর যেটা বললেন, বিদেশি প্লেয়ারদের সাথে ডিফারেন্সটা যাতে কম হয় সেটা অবশ্যই খেয়াল রাখবেন, রিভিউ করা উচিত। তাদের জন্যও ভাবা উচিত কারণ টপ প্লেয়ার হয়তো ৪ বা ৫ জন আছেন। কিন্তু ৫০ থেকে ৬০ জন আছে যারা প্রতি বছর দারুণ পারর্ফম করে যাচ্ছে। এমনকি বিপিএলে অনেক ভাল খেলে।’

এমএইচবি

আরও পড়ুন