• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০১৯, ০৯:৪৬ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১২, ২০১৯, ০৯:৪৭ পিএম

গুরবাজ-রুশোর ঝড়ে খুলনার বিশাল জয়  

গুরবাজ-রুশোর ঝড়ে খুলনার বিশাল জয়  
মাঠে একতরফা প্রাধান্য বিস্তার করেই বড় জয় পেয়েছে খুলনা টাইগার্স। ফটো : সংগৃহীত

হোম অব ক্রিকেট মিরপুরে সত্যিকারের টি-টোয়েন্টিসুলভ ঝড়ো ব্যাটিং দেখার সৌভাগ্য অবশেষে বঙ্গবন্ধু বিপিএলে পাওয়া গেল। রহজতউল্লাহ গুরবাজ এবং রাইলি রুশোর তাণ্ডবময় ব্যাটিংয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৮ উইকেটে হারিয়ে নিজেদের প্রথম ম্যাচেই বিশাল জয়ের দেখা পেল সুরমা পাড়ের দল খুলনা টাইগার্স। 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুরে শুরু হওয়া ম্যাচে টসে হেরে খুলনা টাইগার্সের বিপক্ষে আগে ব্যাট করতে নামা চট্টগ্রাম ৬ উইকেটে ১৪৪ রানের বেশি তুলতে পারেনি। জবাবে খুলনা ৪৩ বল হাতে রেখে মাত্র ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। 

ওপেনিং জুটিতে লেন্ডন সিমন্স ও চ্যাডউইক ওয়ালটন ৪৫ রানের জুটি গড়লেও বাকি ব্যাটসম্যানরা কার্যকরী ইনিংস খেলতে ব্যর্থ হন। ফলে চট্টগ্রামের বড় স্কোর পাওয়া হয়নি। 

২ চার ও ২ ছক্কার মারে ২৬ রান করা সিমন্স পেসার শফিউল ইসলামের বলে বোল্ড হলে ওপেনিং জুটি ভাঙে। এরপর ওয়ালটন ১৮, আগের ম্যাচে ব্যাট হাতে বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচ সেরা হওয়া ইমরুল কায়েস ১২, নাসির হোসেন ২৪ ও নুরুল হাসান সোহান ২৪ রানের বেশি করতে না পারায় চট্টগ্রাম বড় স্কোরের পথে ছুটতে গিয়ে ধাক্কা খায়।

শেষদিকে মুক্তার আলীর ১৪ বলে ৪ ছক্কার মারে অপরাজিত ২৬ এবং ৩ বলে ১ চারের মারে ৬ রান রুবেল হোসেন করায় মাঝারি স্কোর পায় রায়াদ এমরিটের দল। 

খুলনার পক্ষে একটি করে উইকেট পান শফিউল ইসলাম, রবি ফ্রাইলিংক, শহিদুল ইসলাম ও আমিনুল ইসলাম বিপ্লব। 

জয়ের লক্ষ্যে খেলতে নেমে খুলনা প্রথম ওভারেই নাজমুল হোসেন শান্তর উইকেট হারিয়ে বসে। নাসুম আহমেদের বলে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়ে শান্ত বিদায় নেয়ার সময় তাদের দলীয় সংগ্রহ ৪ রান। 

এরপর মিরপুরের দর্শকরা রহজতউল্লাহ গুরবাজের ব্যাটিং ঝড় উপভোগ করেন। মাত্র ১৯ বলে ৪ বাউন্ডারি ও ৫ ছক্কার মারে ৫০ রান করে মুক্তার আলীর বলেপ্যাভিলিয়নে ফেরার আগে তিনি ব্যাপক বিনোদন দিয়ে যান। 

তবে বিধ্বংসী ব্যাটিং দেখা দর্শকদের তখনো আরও বাকি ছিল। নিজের ফিফটি তুলে নেয়া রাইলি রুশো ৩৮ বলে ৭ চার ও ২ ছক্কার মারে ৬৪ রানে অপরাজিত থাকেন। তাকে যোগ্য সঙ্গ দিয়ে অধিনায়ক মুশফিকুর রহিম ৪ বাউন্ডারির মারে ২৮ রানে অপরাজিত ছিলেন।

আরআইএস 
 

আরও পড়ুন