• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০১৯, ০১:৫২ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১৫, ২০১৯, ০২:৪৯ পিএম

বিপিএলে নিয়ম মানছে না কুমিল্লা ও রংপুর

বিপিএলে নিয়ম মানছে না কুমিল্লা ও রংপুর
বিসিবির নিজেদের দল কুমিল্লা ও রংপুর যে নিয়ম পালন করছে না। ফটো : সংগৃহীত

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিপিএলের সপ্তম আসরে অংশ নেয়া ৭ দলের মধ্যে কুমিল্লা ওয়ারিয়র্স এবং রংপুর রেঞ্জার্স নিয়ম মানছে না। 

এবারের আসরে নিয়ম করা হয়েছে, প্রত্যেক দলে ১৪০ গতির পেসার এবং একজন লেগ স্পিনার রাখতে হবে। তবে কুমিল্লা ও রংপুর যে নিয়ম পালন করছে না, তা বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন নিজেই স্বীকার করে নিয়েছেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমার জানা মতে কুমিল্লায় কোনো লেগ স্পিনার নেই। তবে ওদের ওইখানে মুজিব উর রহমান আছে। বাকি দলগুলো অবশ্য লেগ স্পিনার খেলাচ্ছে।    

বিপিএল টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান রকিবুল হাসান এ প্রসঙ্গে বলেন, ১৪০ গতির পেসার এবং একজন লেগ স্পিনার খেলানোর একটা গাইড লাইন আমরা দিয়েছি। আমরাও চাই বাংলাদেশের ব্যাটসম্যানরা যেন বাউন্সি উইকেটে খেলতে পারে পেসারদের বিপক্ষে। লেগ স্পিনারদের বিপক্ষেও ধাতস্থ হতে পারে। তারপরও ভালো লেগেছে। কয়েকটি টিমকে দেখেছি লেগ স্পিনার খেলাচ্ছে। পেস বোলারদের মধ্যে রিয়াজ আছে, এখানে আমির আছে। তারা জোরেই বল করছে; উইকেটও পাচ্ছে।

আরআইএস 
 

আরও পড়ুন