• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০১৯, ০৪:০০ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১৫, ২০১৯, ০৪:০০ পিএম

আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত টোকিও অলিম্পিক স্টেডিয়াম 

আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত টোকিও অলিম্পিক স্টেডিয়াম 
টোকিও অলিম্পিক স্টেডিয়ামের সংস্কারের পর তা উদ্বোধন করেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। ফটো : রয়টার্স

২০২০ অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের ভেন্যু টোকিও অলিম্পিক স্টেডিয়াম আনুষ্ঠানিকভাবে খুলে দেয়া হয়েছে। ৬০ হাজার ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামটিতেই সাত মাস পর ২০২০ অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে। 

আগামী বছর ২৪ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত গ্রীষ্মকালীন অলিম্পিকের ৩২তম আসর বসবে জাপানের রাজধানী টোকিও শহরে। তবে ওই সময় জাপানের প্রচন্ড গরমের কথা বিবেচনা করে অলিম্পিক স্টেডিয়ামটিতে নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

১৯৬৪ সালে প্রথমবারের মতো টোকিওতে অনুষ্ঠিত অলিম্পিকের জন্য এই স্টেডিয়ামটিই ব্যবহার করা হয়েছিল। সেই স্টেডিয়ামটির মূল কাঠামোকে ঠিক রেখে নতুনভাবে সংষ্কার করা হয়েছে। মাটি থেকে যার উপরে রয়েছে পাঁচতলা ও মাটির নিচে রয়েছে আরও দুই তলা। চারদিকে সবুজ গাছ দিয়ে সাজানো হয়েছে। ১৮৫টি ফ্যানস লাউঞ্জ ছাড়াও রয়েছে ১৬টি শীতাতপ নিয়ন্ত্রিত লাউঞ্জ। মূল স্টেডিয়ামের উচ্চতা যেখানে ছিল ৭০ মিটার, সেখানে এটিকে কমিয়ে নতুন স্টেডিয়ামমের উচ্চতা নির্ধারণ করা হয়েছে ৪৭ মিটার।

স্টেডিয়ামের সুযোগ সুবিধা উদ্বোধন করতে এসে প্রধানমন্ত্রী শিনজো আবে অত্যাধুনিক ডিজাইন ও চারপাশের পরিবেশের ভূয়শী প্রশংসা করেছেন। 

জাপানের বিখ্যাত আর্কিটেক্ট কেংগো কুমা পুরো স্টেডিয়ামের ডিজাইন করেছেন। জাঁকজমকপূর্ণ উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান আয়োজনের সকল প্রস্তুতি নেয়া হচ্ছে। যদিও অলিম্পিকের ঐতিহ্যগত শেষ ইভেন্ট ম্যারাথন এখানে অনুষ্ঠিত হবে না। টোকিওর গরম ও আর্দ্রতাকে এড়ানোর জন্য ইতোমধ্যেই এই ইভেন্টটি সড়িয়ে জাপানের উত্তরাঞ্চলীয় হোকাইডোতে অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আয়োজক সূত্রে জানা গেছে, পুরো স্টেডিয়ামটির ডিজাইন ও নির্মাণ বাবদ প্রায় ১৫৬.৯ মিলিয়ন ইয়েন ব্যয় হয়েছে যা নির্ধারিত বাজেটের মধ্যেই সীমাবদ্ধ আছে।

আগামী ২১ ডিসেম্বর সাবেক গতি মানব উসাইন বোল্ট একটি বিশেষ প্রীতি রিলেতে অংশ নিতে অলিম্পিক স্টেডিয়ামের ট্র্যাকে নামবেন। আর এর মাধ্যমেই টোকিওর স্টেডিয়ামে প্রথমবারের মত কোন ইভেন্ট অনুষ্ঠিত হবে। তবে নতুন বছরের প্রথম দিনে এম্পেররস কাপ ফুটবল ফাইনালের মধ্যদিয়ে প্রথম কোনো প্রতিদ্বন্দ্বীতামূলক ম্যাচ এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সূত্র : বাসস 

আরআইএস 
 

আরও পড়ুন