• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২০, ০২:৩৬ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১২, ২০২০, ০২:৩৬ পিএম

বঙ্গবন্ধু গোল্ডকাপ: বাংলাদেশ চ্যাম্পিয়ন হলে পাবে ১ লাখ ডলার 

বঙ্গবন্ধু গোল্ডকাপ: বাংলাদেশ চ্যাম্পিয়ন হলে পাবে ১ লাখ ডলার 
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টেকে সামনে রেখে অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ ফুটবল দোল। ফটো: বাফুফে

আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশ জাতীয় ফুটবল দল চ্যাম্পিয়ন হলে তাদেরকে ১ লাখ ডলার বোনাস দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন।

রোববার (১২ জানুয়ারি) বাফুফে সভাপতি গণমাধ্যমকে এমন ঘোষণার কথা জানিয়ে বলেন, বাংলাদেশ রানার্সআপ হলে ৫০ হাজার ডলার বোনাস পাবে। 

বাংলাদেশ ফুটবল ফেডারেশন ইতোমধ্যে টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে। উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ফিলিস্তিনের বিপক্ষে খেলবে স্বাগতিক বাংলাদেশ। ছয় জাতির এই টুর্নামেন্টে প্রতিদিন একটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচ শুরু হবে বিকাল ৫টায়।

টুর্নামেন্টের গ্রুপ এ’তে বাংলাদেশের সঙ্গী ফিলিস্তিন ও শ্রীলঙ্কা। গ্রুপ বি’ তে লড়াই করবে বরুন্ডি, সেশেলস, মরিশাস। 

বঙ্গবন্ধু গোল্ডকাপের সূচি- 

১৫ জানুয়ারি : বাংলাদেশ-ফিলিস্তিন
১৬ জানুয়ারি : মরিশাস-বুরুন্ডি
১৭ জানুয়ারি : ফিলিস্তিন-শ্রীলঙ্কা
১৮ জানুয়ারি : সিসেলস-বুরুন্ডি
১৯ জানুয়ারি : বাংলাদেশ-শ্রীলঙ্কা
২০ জানুয়ারি : মরিশাস-সিসেলস

২২ জানুয়ারি : প্রথম সেমিফাইনাল
২৩ জানুয়ারি : দ্বিতীয় সেমিফাইনাল

২৫ জানুয়ারি : ফাইনাল

আরআইএস  
 

আরও পড়ুন