• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২০, ০৪:২০ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১২, ২০২০, ০৪:২০ পিএম

মা হওয়ার পর প্রথম শিরোপা জিতলেন সেরেনা 

মা হওয়ার পর প্রথম শিরোপা জিতলেন সেরেনা 
অকল্যান্ড ক্লাসিকের ট্রফি হাতে ও কোলে মেয়েকে নিয়ে সেরেনা উইলিয়ামস। ফটো : টুইটার

অকল্যান্ড ক্লাসিকের ফাইনালে স্বদেশি জেসিকা পেগুলাকে হারিয়ে ২০১৭ সালের পর প্রথম কোনো শিরোপা জিতলেন ২৪ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী সেরেনা উইলিয়ামস। মা হওয়ার পর এই প্রথম শিরোপা জয়ে হাসলেন এই মার্কিন টেনিস তারকা।

ফাইনালে জেসিকা পেগুলাকে ৬-৩ ও ৬-৪ গেমে পরাজিত করে সরাসরি ২-০ সেটে জিতে শিরোপা জয়ের আনন্দে ভাসেন ৩৮ বছর বয়সী সেরেনা।

মাতৃত্বের বিরতির পর সেরা ফর্মে ফিরতে কঠোর পরিশ্রম চালিয়ে যাচ্ছেন সেরেনা। তারই ফল হিসেবে অকল্যান্ড ক্লাসিক জয় করলেন সেরেনা। জানুয়ারির শেষ দিকে অস্ট্রেলিয়ান ওপেনে নামবেন এই টেনিস তারকা। টুর্নামেন্টটিতে শ্রেষ্ঠত্ব দেখাতে পারলে রেকর্ড জয় ধরা দিতে সেরেনার হাতে।

সেরেনা শেষ একক শিরোপা জিতেছিলেন ২০১৭ সালে। অস্ট্রেলিয়ান ওপেনই ছিল তার শেষ গ্র্যান্ড স্ল্যাম জয়। এরপর ২০১৮ সালে উইম্বলডন এবং ২০১৯ সালে ইউএস ওপেনের ফাইনাল খেললেও শিরোপা জিততে পারেননি। ২০১৯ সালে রজার কাপের ফাইনালও খেলেছিলেন তিনি। 

আরআইএস 

আরও পড়ুন