• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২০, ০৮:৩৪ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১২, ২০২০, ০৮:৩৭ পিএম

পাকিস্তান সফরে টি-টোয়েন্টি খেলার সিদ্ধান্তে অটল বিসিবি : পাপন

পাকিস্তান সফরে টি-টোয়েন্টি খেলার সিদ্ধান্তে অটল বিসিবি : পাপন

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন পাকিস্তান সফরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি খেলতে যাওয়ার আগ্রহের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার (১২ জানুয়ারি) বোর্ড সভা শেষে এমন আগ্রহের কথা গণমাধ্যমকে জানিয়ে দেন বিসিবি সভাপতি।

তিনি বলেন, পাকিস্তান সফর নিয়ে নিরাপত্তা পরামর্শ পাওয়ার পর স্বাভাবিকভাবে সরকারের জিও লাগে। নিরাপত্তা পরামর্শকরা বলছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন আলাদা। সফর যত সংক্ষিপ্ত করা দরকার, তারা সেটাই করতে বলেছে। টি-টোয়েন্টি দল সংক্ষিপ্ত সময় নিয়ে খেলে আসুক। পরে টেস্ট দল খেলতে যাক। আমরা সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। 

পাপন জানান, পাকিস্তান সফর নিয়ে বোর্ডের সিদ্ধান্ত এখনো আগের অবস্থানেই আছে। ক্রিকেটাররাও সেটাই (টি-টোয়েন্টি সিরিজ খেলা) চাচ্ছিল। মধ্যপ্রাচ্যের এখনকার পরিস্থিতিতে সরকার প্রস্তাব দিয়েছে, এখন টি-টোয়েন্টি খেলে আসুক। পরে টেস্ট খেলতে যাক।

এর আগে গত শনিবার (১১ জানুয়ারি) বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছিলেন, আমরা চেয়েছিলাম ৩টি টি-টোয়েন্টি খেলে পরে টেস্টগুলো খেলতে। সেটা নিয়েও তারা (পিসিবি) রাজি হচ্ছে না। বলছে প্রথমে টেস্ট এরপর টি-টোয়েন্টি খেলো। এই ধরনেরও প্রস্তাব আসছে। বোর্ড সভাপতিসহ বোর্ড মিটিংয়ে সব অপশন নিয়ে আলাপ-আলোচনা হবে। সেখান থেকে যেটা বেস্ট অপশন থাকে, সেটাই পিসিবিকে জানাবো। 

এফটিপি অনুযায়ী এ মাসেই তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলতে পাকিস্তান যাওয়া কথা বাংলাদেশ ক্রিকেট দলের। কিন্তু নিরাপত্তার বিষয় মাথায় রেখে বাংলাদেশ সংক্ষিপ্ত সময়ে সফর শেষ করতে চায়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে তাই প্রস্তাব ছিল সফরে শুধু মাত্র টি-টোয়েন্টি খেলার। পরে সুবিধাজনক সময়ে টেস্ট সিরিজ আয়োজনের বা নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট খেলার।

পাকিস্তান ক্রিকেট বোর্ড এতদিন পূর্ণাঙ্গ সিরিজ আয়োজনের সিদ্ধান্তে অনড় থাকলেও, বুধবার বিসিবিকে নতুন প্রস্তাব দেয়। সংক্ষিপ্ত সময়ের জন্য হলে তারা টি-টোয়েন্টির বদলে টেস্ট সিরিজ খেলার প্রস্তাব দিয়েছে।

পাকিস্তান সফর এখনো অনিশ্চিত থাকলেও বিসিবি এরই মধ্যে জিও (সরকারি আদেশ) এর আবেদনে ক্রিকেটারদের সই নিতে শুরু করেছে। পাকিস্তানে যেতে অনাগ্রহী মি. ডিপেন্ডেবল নামে খ্যাত উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম জিওতে সই করেননি। কারণ পাকিস্তানে গিয়ে কোনো ফরম্যাটেই খেলতে চান না মুশফিক।
এরপর সাইলেন্ট কিলার নামে খ্যাত টাইগার ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ পাকিস্তানে যেতে অনীহা প্রকাশ করেছেন। 

আরআইএস