• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২০, ১১:৫৭ এএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১৩, ২০২০, ১২:০১ পিএম

১৪ সেলাই নিয়ে খেলবেন মাশরাফী, এক হাতে করবেন ব্যাটিং-বোলিং

১৪ সেলাই নিয়ে খেলবেন মাশরাফী, এক হাতে করবেন ব্যাটিং-বোলিং
খুলনা টাইগার্সের বিপক্ষে ফিল্ডিং করতে গিয়ে ইনজুরিতে পড়া মাশরাফী বিন মোর্ত্তজার বাঁ হাতে ১৪টি সেলাই করানো হয়।

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগের গ্রুপপর্বের শেষ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে ফিল্ডিং করতে গিয়ে বাঁ হাতের ইনজুরিতে পড়েন ঢাকা প্লাটুনের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। পরে তার বাঁ হাতের তালুতে লেগেছে ১৪টি সেলাই।

বিসিবির চিকিৎসক ডাক্তার দেবাশিষ চৌধুরী জানান, মাশরাফীর হাতে সেলাই পড়েছে ১৪টি। পরের ম্যাচের আগে সময়ও খুব কম। তাই খেলার সম্ভাবনা নেই বললেই চলে।

অথচ আজ সোমবার (১৩ জানুয়ারি) দুপুর দেড়টায় হোম অব ক্রিকেট মিরপুরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে হাতে ১৪টি সেলাই করার পরও খেলতে নামছেন মাশরাফী। ঢাকার ম্যানেজার আহসানউল্লাহ হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক নাকি এক হাতেই করবেন ব্যাটিং ও বোলিং! 

প্রসঙ্গত গত ১১ জানুয়ারি খুলনার ইনিংসের ১১তম ওভারে মেহেদী হাসানের ফ্লাইটেড ডেলিভারিতে সজোরে হাঁকিয়েছিলেন রাইলি রুশো। ৩০ গজ বৃত্তের ভেতর এক্সট্রা কভারে দাঁড়িয়ে থাকা মাশরাফী তার বাঁ দিকে ঝাপিয়ে পড়েন সেই ক্যাচটি লুফে নিতে। কিন্তু বলের গতি রোধ ব্যতীত আর কিছু করতে পারেননি তিনি।

ক্যাচ না ধরতে পারলেও বড় ক্ষতি হয়ে যায় মাশরাফীর। মাঠেই তার হাত থেকে ঝড়তে থাকে রক্ত। পরে জানা যায় বাঁ হাতে ১৪টি সেলাই লেগেছে তার। 

ওই ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের উইকেট রক্ষক-ব্যাটসম্যান এনামুল হক বিজয় জানান, মাশরাফী এখনও আশা ছাড়েননি। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে এলিমিনেটরের ম্যাচটা খেলতে চাইছেন। শেষ পর্যন্ত বিজয়ের কথাটাই সত্যি হতে চলেছে। 

আরআইএস 
 

আরও পড়ুন