• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২০, ০৫:০১ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১৩, ২০২০, ০৫:০১ পিএম

বিলিয়নিয়ার ক্লাবের যোগদানের পথে ফেদেরার

বিলিয়নিয়ার ক্লাবের যোগদানের পথে ফেদেরার
রজার ফেদেরার। ফটো : রয়টার্স

বিলিয়নিয়ার ক্লাবের সদস্য হতে যাচ্ছেন টেনিস তারকা রজার ফেদেরার। কোর্ট ও কোর্টের বাইরে এ বছরের প্রতিশ্রুত ২০০ মিলিয়ন ডলার আয় করলেও, বিশ্বের চতুর্থ ক্রীড়াবিদ হিসেবে বিলিয়নিয়ার তকমা গায়ে লাগবে ফেডেক্সের। 

শত কোটি ডলারের মালিকদের ‘বিলিওনিয়ার ক্লাব’এ বিশ্ব ক্রীড়াঙ্গনের মানুষ ছিলেন মাত্র তিনজন। সেই তালিকায় থাকা তিন আমেরিকান বাস্কেটবল খেলোয়াড় মাইকেল জর্দান, গলফার টাইগার উডস, বক্সার ফ্লয়েড মেওয়েদারের পাশে বছর শেষে নাম লেখাতে চলছেন সুইস টেনিস তারকা রজার ফেদেরার।

বিখ্যাত পাক্ষিক বিজনেস ইনসাইড জানাচ্ছে, ক্যারিয়ারের ৩১০ সপ্তাহ বিশ্ব র‍্যাংকিংয়ের এক নম্বরে থাকা ২০ গ্র্যান্ড স্ল্যামের মালিক ফেদেরার বর্তমান উপার্জন ৯০ কোটি ডলার। প্রাইজমানি আর ব্লু চিপস তৈরির প্রতিষ্ঠান রোলেক্সের অংশীদারিত্ব থেকে অর্থপ্রাপ্তিতে এ বছরের শেষে তৃতীয় ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে নাম লেখাবেন বিলিনিয়ার ক্লাবে।

টেনিস খেলোয়াড়দের সংগঠন এটিপির তথ্য অনুসারে, ফেদেরার তার ক্যারিয়ারে প্রাইজমানি বাবদ আয় করেছেন ১২৯ মিলিয়ন ডলার। তবে তার স্পসনর জাপানি কাপড় প্রস্তুতকারী প্রতিষ্ঠান উইনিক্লো, ক্রেডিট সুইস, মার্সিডিজিস বেঞ্চ আর রোলেক্স থেকে পাওয়া অর্থ এই হিসাবের বাইরে রয়েছে।

পাক্ষিক ফোর্বস জানাচ্ছে, প্রাইজমানি ও স্পনসর এই দুই মিলিয়ে ফেদেরারের সর্বাধিক আয় ৯৩৪ মিলিয়ন ডলার।

আরআইএস 
 

আরও পড়ুন