• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২০, ০৮:২৬ এএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১৪, ২০২০, ০৮:২৬ এএম

অধিনায়কত্ব ছাড়তে রাজি মাশরাফী

অধিনায়কত্ব ছাড়তে রাজি মাশরাফী

কোন সন্দেহ ছাড়াই তিনি দেশের সফলতম অধিনায়কদের একজন। দলের দুঃসময়ে তিনি লড়েছেন বুক চিতিয়ে। তার নেতৃত্বে বাংলাদেশ দলের সফলতার গল্পও কম নয়। তবুও সময়টা আর আগের মতো নেই মাশরাফী বিন মোর্ত্তজার। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বশেষ মাঠে নেমেছিলেন সেই বিশ্বকাপে। 

চারদিকে বারবারই প্রশ্ন উঠে কবে অবসরে যাবেন মাশরাফী? এ ব্যাপারে প্রশ্ন এলেই ক্রিকেটটা উপভোগের কথা বলেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক। তবে জাতীয় দলে জায়গা পাওয়ার বিষয়টি তিনি এখন ছেড়ে দিয়েছেন নির্বাচকদের ওপর। কিন্তু তিনি তো এখনো জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক। মাশরাফীই যদি দলে না থাকেন, তাহলে? 

মাশরাফির জবাব, ‘পারফরমারদের যাচাই বাছাইয়ের দায়িত্ব ও কর্তব্য নির্বাচকদের। সেটা তারাই ভালো জানেন। আর অধিনায়ক মনোনীত করে বোর্ড। বিসিবি চাইলে এখনই আমি ক্যাপ্টেনসি (অধিনায়কত্ব) ছেড়ে দেব। সমস্যা নেই।’

মাঠ থেকে বিদায় নেয়ারও এখন আর প্রয়োজন মনে করেন না মাশরাফী। তার কথায়, ‘বাংলাদেশে অনেক খেলোয়াড় আছে যারা মাঠ থেকে অবসরে যায়নি। আমার থেকেও বড় খেলোয়াড় আছে। হাবিবুল বাশার সুমন তো বাংলাদেশের হয়ে ক্রাইসিস মোমেন্টে সব সময় রান করেছে। তিনিও মাঠের থেকে অবসরে যায়নি। সুজন ভাই হয়তো পেরেছেন। এটা বিরল ঘটনা। একটা সময় হয়তো ভাবতাম যে মাঠ থেকে রিটায়ার্ড করবো। দেখা যাক। এখন মনে হচ্ছে প্রয়োজন নেই।’

এমএইচবি

আরও পড়ুন