• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২০, ০১:১২ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১৫, ২০২০, ০১:১৩ পিএম

আইসিসির বর্ষসেরা ওয়ানডে ও টেস্ট একাদশে নেই সাকিব

আইসিসির বর্ষসেরা ওয়ানডে ও টেস্ট একাদশে নেই সাকিব

স্বপ্নের মতো এক বছর। দুর্দান্ত এক বিশ্বকাপের শেষে নিষেধাজ্ঞা। মাঠের বাইরে যতকিছুই হোক, মাঠে সাকিব আল হাসানের গত বছরের পারফরম্যান্স ছিল উজ্জ্বল। ব্যাটে বলে দারুন সময় কাটিয়েছেন তিনি। ক্রিকেটের বাইবেল হিসেবে খ্যাত উইজডনের বর্ষসেরা ওয়ানডে একাদশেও তাই জায়গা পেয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। 

তবে পেলেন না আইসিসির ২০১৯ সালের বর্ষসেরা একাদশে। সেটা টেস্ট ও টি-টোয়েন্টি কোন ফরম্যাটেই না। কেবল সাকিবই নন, নেই কোন বাংলাদেশিই। বিশ্বকাপে খেলা ৮ ম্যাচে ৫ ফিফটি ও ২ সেঞ্চুরিতে প্রায় ৮৭ গড়ে ৬০৬ রান করেছিলেন সাকিব। যে ম্যাচে ফিফটি পেরুতে পারেননি, সেটিতেও করেছিলেন ৪১ রান। সবমিলিয়ে বিশ্বকাপের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন সাকিব। এছাড়া বছরজুড়ে ১১ ম্যাচে ৯৩.২৫ গড়ে ৭৪৬ রানের পাশাপাশি বল হাতে ১৩টি উইকেটও শিকার করেছিলেন তিনি। 

আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশ

রোহিত শর্মা (ভারত), শাই হোপ (ওয়েস্ট ইন্ডিজ), বিরাট কোহলি (ভারত), বাবর আজম (পাকিস্তান),কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), বেন স্টোকস (ইংল্যান্ড),জস বাটলার (উইকেটরক্ষক, ইংল্যান্ড), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড), মোহাম্মদ শামি (ভারত), কুলদ্বীপ যাদভ (ভারত)

আইসিসির বর্ষসেরা টেস্ট একাদশ

মায়াঙ্ক আগারওয়াল (ভারত), টম লাথাম (নিউজিল্যান্ড), মার্নাস লাবুশানে (অস্ট্রেলিয়া), বিরাট কোহলি (অধিনায়ক, ভারত), স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া), বেন স্টোকস (ইংল্যান্ড), বিজে ওয়াটলিং (উইকেটরক্ষক, নিউজিল্যান্ড), প্যাট কামিনস (অস্ট্রেলিয়া), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), নেইল ওয়াগনার (নিউজিল্যান্ড), নাথান লায়ন (অস্ট্রেলিয়া)

এমএইচবি

আরও পড়ুন