• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২০, ০৩:০৫ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১৬, ২০২০, ০৩:০৫ পিএম

পাকিস্তানে যাবেন ডমিঙ্গো, এখন আছেন ঢাকায়

পাকিস্তানে যাবেন ডমিঙ্গো, এখন আছেন ঢাকায়

পাকিস্তান সফর নিয়ে অনিশ্চয়তা ছিল অনেক। দুই বোর্ডের মুখোমুখি অবস্থানে পাকিস্তানে যাওয়া নিয়ে শঙ্কা ঘনীভূত হচ্ছিলো ধীরে ধীরে। অবশেষে তা কেটেছে, আইসিসি সভাপতি শশাঙ্ক মনোহরের মধ্যস্থতায় সুরাহা হয়েছে বাংলাদেশের পাকিস্তান সফর। 

তিন দফায় তিন ফরম্যাটে খেলতে পাকিস্তানে যাবে টাইগাররা। যার শুরু হবে ২৭ জানুয়ারি প্রথম টি-টোয়েন্টির মধ্যে দিয়ে। সে হিসেবে আর বাকি আছে মাত্র দশদিন। তাই তো এখন থেকেই শুরু হয়েছে জাতীয় দলের পাকিস্তান সফরে যাওয়ার তোড়জোড়। যদিও বিপিএলের ফাইনাল এখনো বাকি থাকায় কিছুটা বাধাগ্রস্থ হচ্ছে তা। 

যদিও বাংলাদেশের হেড কোচ রাসেল ডমিঙ্গো এরই মধ্যে চলে এসেছেন ঢাকায়। দলের সঙ্গে পাকিস্তানেও যাবেন তিনি। গত সোমবার বাংলাদেশে এসেছেন এই দক্ষিণ আফ্রিকান। তার সঙ্গে কথা বলেই ঘোষণা করা হবে টি-টোয়েন্টি সিরিজের ১৫ জনের স্কোয়াড। বিপিএলের ফাইনালেও সে জন্য চোখ থাকবে নির্বাচকদের। কোচও এসে কয়েকজনের খেলা দেখেছেন। 

এমএইচবি