• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২০, ০৪:১১ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১৬, ২০২০, ০৪:১১ পিএম

বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ ধোনি

বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ ধোনি

সাম্প্রতিক সময়ে ভারতীয় ক্রিকেটে যে কয়েকটি বিষয় আলোচিত, তার মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় মহেন্দ্র সিং ধোনির অবসর ইস্যু। এ নিয়ে নানা সময়ে ছড়িয়েছে নানা গুঞ্জন। এ নিয়ে ভারতের কোচ, নির্বাচক, বিশেষজ্ঞদের নানান মত শোনা যায় প্রায়ই।

তবে এবার যেন ধোনিকে অবসরের বার্তা দিয়েই দিলো বিসিসিআই। দ্যা বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) প্রকাশ করেছে নতুন সাইকেলে কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন কারা। যেখানে বাদ পড়েছেন মহেন্দ্র সিং ধোনি। চারটি ক্যাটাগরিতে মোট ২৭ জন আছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তির আওতাধীন।

বিসিসিআইয়ের নতুন চুক্তিতে সর্বোচ্চ পারিশ্রমিক এ প্লাস ক্যাটাগরিতে আছেন তিন ক্রিকেটার বিরাট কোহলি, রোহিত শর্মা ও জাসপ্রিত বুমরাহ। তারা পাবেন বাৎসরিক ৭ কোটি রুপি করে। এছাড়া এ ক্যাটাগরিতে ৫ কোটি রুপি পাবেন ১১ জন, বি ক্যাটাগরি ৩ কোটি রুপি পাবেন ৫ জন এবং সি ক্যাটাগরিতে ১ কোটি রুপি করে পাবেন ৮ জন ক্রিকেটার।

ভারতের কেন্দ্রীয় চুক্তিবদ্ধ খেলোয়াড় তালিকা

এ প্লাস (৭ কোটি রুপি): বিরাট কোহলি, রোহিত শর্মা ও জাসপ্রিত বুমরাহ

এ (৫ কোটি রুপি): রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, চেতেশ্বর পুজারা, আজিঙ্কা রাহানে, লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, মোহাম্মদ শামি, ইশান্ত শর্মা, কুলদ্বীপ যাদভ এবং রিশাভ পান্ত

বি (৩ কোটি রুপি): ঋদ্ধিমান সাহা, উমেশ যাদভ, ইয়ুজভেন্দ্র চাহাল, হার্দিক পান্ডিয়া ও মায়াঙ্ক আগারওয়াল

সি (১ কোটি রুপি): কেদার যাদভ, নবদ্বীপ সাইনি, দ্বীপক চাহার, মনিশ পান্ডে, হানুমা বিহারি, শার্দুল ঠাকুর, শ্রেয়াস আইয়ার এবং ওয়াশিংটন সুন্দর।

এমএইচবি