• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২০, ০৯:১৮ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১৬, ২০২০, ০৯:১৮ পিএম

এই হলো বিপিএলের ট্রফি

এই হলো বিপিএলের ট্রফি

আসরের শুরুতে অধিনায়কদের ফটোসেশনে নেই ট্রফির দেখা। সময় গড়ায়, ট্রফির আর দেখা মেলে না। এমনকি প্লে-অফের শেষেও উন্মোচিত হয় না বিপিএলের বিশেষ আসরের শিরোপা। প্রতিক্ষার পালা শেষ হয় অবশেষে বিপিএলের ফাইনালের একেবারে আগের দিন এসে। যে দুজনের একজনের হাতে উঠবে বিপিএল শিরোপা, সেই মুশফিকুর রহিম ও আন্দ্রে রাসেলের হাত ধরে। 

বৃহস্পতিবার দুপুর তিনটায় উন্মোচিত হয় বিপিএলের কাঙ্খিত সেই ট্রফি। যা আনা হয়েছে লন্ডন থেকে।  সেখানকার ‘ইংকারম্যান’ কোম্পানি প্রস্তুত করেছে বিপিএলের ট্রফি। সোনালি আভার সেই ট্রফি আনতে বিসিবির খরচ হয়েছে ২০ লাখ টাকা। 

আগামীকাল ১৭ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা ৭টায় মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল খেলতে নামবে রাজশাহী রয়্যালস ও খুলনা টাইগার্স। এই ম্যাচ শেষেই বুঝা যাবে কার হাতে উঠবে বিপিএলের এই ‘বিশ লাখ’ টাকার ট্রফি- মুশফিকুর রহিম নাকি আন্দ্রে রাসেল।

এমএইচবি

আরও পড়ুন