• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২০, ০১:৪৪ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২১, ২০২০, ০১:৪৪ পিএম

লিভারপুলের সামনে যেসব রেকর্ডের হাতছানি 

লিভারপুলের সামনে যেসব রেকর্ডের হাতছানি 
লিভারপুলের সামনে এখন আরও কিছু রেকর্ড ভাঙার বা ছোঁয়ার হাতছানি রয়েছে। ফটো : ফোর ফোর টু

গত রোববার অ্যানফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লীগের (ইপিএল) ইতিহাসের প্রথম দল হিসেবে টানা ২২ ম্যাচে গোলের অনন্য কীর্তি গড়েছে দীর্ঘ ৩০ বছরের আক্ষেপের অবসান ঘটানোর লক্ষ্যে শিরোপার পথে ছুটে চলা লিভারপুল। 

২২ ম্যাচ খেলার পর ৬৪ পয়েন্ট পাওয়ায় ইউরোপের শীর্ষ ৫ লীগে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড এখন ক্লপের দলের। তবে লিভারপুলের সামনে এখন আরও কিছু রেকর্ড ভাঙার বা ছোঁয়ার হাতছানি রয়েছে। একনজরে তার বিস্তারিত জেনে নিন।

ঘরের মাঠে টানা জয়: অ্যানফিল্ডে পরের দুই ম্যাচ জিতলেই ঘরের মাঠে ম্যানচেস্টার সিটির টানা ২০ জয়ের রেকর্ড ভেঙে দেবে লিভারপুল। ২০১১ সালের ৫ মার্চ থেকে ২০১২ সালের ২১ মার্চ পর্যন্ত সময়কালে ম্যানসিটি এই কীর্তি গড়েছিল।

ইপিএলে সর্বাধিক টানা জয়: ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠ ওল্ড ট্রাফোর্ডে গত বছরের অক্টোবর মাসে ১-১ গোলে ড্র করায় তখন ইপিএলে টানা জয়ের রেকর্ড গড়তে পারেনি লিভারপুল; ১৭ জয়ে তখন অলরেডদের থামতে হয়েছিল। ওই ড্রয়ের পর টানা ১৩ ম্যাচ জেতা ক্লপের দল পরের ৬ ম্যাচ জিতলে ২০১৭ সালে ম্যানচেস্টার সিটির জেতা টানা ১৮ জয়ের রেকর্ড ভঙ্গ করবে।

টানা অপরাজিত ম্যাচ: ইংলিশ ক্লাব আর্সেনাল একটানা ৪৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড এখনো নিজেদের দখলে রেখেছে। চলতি লীগে টানা ৩৯ ম্যাচে হারের মুখ না দেখা লিভারপুল পরের ১১ ম্যাচে তা অব্যাহত রাখতে পারলে তারা গানারদের টপকে নিজেদের নতুন উচ্চতায় তো নেবেই; পাশাপাশি ইপিএলের প্রথম দল হিসেবে টানা ৫০ ম্যাচ অপরাজিত থাকার নজির গড়বে।

মৌসুমে সর্বাধিক জয়: ২০১৮-১৯ মৌসুমে ম্যানচেস্টার সিটি লীগের ৩৮টি ম্যাচের মধ্যে ৩২টি ম্যাচে জিতেছিল। এখন পর্যন্ত ২২ ম্যাচ খেলা লিভারপুল ২১টি ম্যাচেই জিতেছে। অবশিষ্ট ১৬ ম্যাচের মধ্যে ১২টিতে জিতলেই তারা আগের রেকর্ড টপকে যাবে।

মৌসুমে অজেয় থাকার কীর্তি: ২০০৩-০৪ মৌসুমে শিরোপা জেতা আর্সেনাল ৩৮ ম্যাচের সবকটিতেই অপরাজিত ছিল। লিভারপুলের সামনে এবার সেই রেকর্ড স্পর্শ করার সুযোগ আছে।

মৌসুমে সর্বাধিক পয়েন্ট: ২০১৭-১৮ মৌসুমে ম্যানচেস্টার সিটি ইপিএলের ইতিহাসে প্রথম ১০০ পয়েন্ট অর্জন করে সেবার চ্যাম্পিয়ন হয়েছিল। এবারের মৌসুমে ২২ ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৬৪। বাকি ১৬ ম্যাচের সব জিতলে তারা আরও ৪৮ পয়েন্ট নিজেদের পকেটে ভরতে পারে। এমনটি হলে লীগ শেষে তাদের পয়েন্ট দাঁড়াবে ১১০! 

আরআইএস  
 

আরও পড়ুন