• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২০, ০২:৫০ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২১, ২০২০, ০৪:২৭ পিএম

‘বাংলাদেশের কাছে পাকিস্তানের কৃতজ্ঞ থাকা উচিত’

‘বাংলাদেশের কাছে পাকিস্তানের কৃতজ্ঞ থাকা উচিত’

নানা জলঘোলার পর পাকিস্তান সফরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তিন দফায় তিন ফরম্যাটেই সেখানে খেলা হবে পাকিস্তানের মাটিতে। যার শুরুটা হবে ২৪ তারিখ তিন টি-টোয়েন্টি সিরিজের মধ্যে দিয়ে। লাহোড়ের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টির মধ্যে দিয়ে ১৩ বছর পর পাকিস্তানের মাটিতে মাঠে নামবে বাংলাদেশ। 

যাকে ঘিরে নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে স্টেডিয়ামের আশেপাশের জায়গাকে। সঙ্গে উৎসবের আমেজও বইছে সেখানে। পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যান এবং সাবেক প্রধান নির্বাচক ইনজামাম এটাও মনে করেন, পাকিস্তানে খেলতে রাজি হওয়ায় বাংলাদেশের কাছে কৃতজ্ঞ থাকা উচিত তাদের।

তিনি বলেন, ‘বাংলাদেশ পাকিস্তানে আসছে, তাদের প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত আমাদের। ক্রিকেট নিয়ে পাকিস্তানের জনগণের যে আবেগ, আশা করছি বাংলাদেশ এখানে খেলাটা খুব উপভোগ করবে।’

তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) যে তিন ভাগে সিরিজটি আয়োজনে রাজি হয়েছে, এই সিদ্ধান্তটা খুব একটা পছন্দ হয়নি ইনজামামের। তার মতে, একসঙ্গে পূর্ণাঙ্গ সিরিজ হলেই ভালো হতো। পাকিস্তানের সাবেক অধিনায়কের ভাষায়, ‘আমার মনে হয় এভাবে ভেঙে ভেঙে খেলার চেয়ে পুরো সিরিজটি এক সফরে সীমাবদ্ধ থাকলেই বেশি ভালো হতো।’

এমএইচবি