• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২০, ১২:০৩ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২২, ২০২০, ১২:০৩ পিএম

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে ম্যাচের সময় পরিবর্তন

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে ম্যাচের সময় পরিবর্তন
রাতে নয়, দিনের আলোতেই মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। ফটো : সংগৃহীত

নানা অনিশ্চয়তাকে পাশ কাটিয়ে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ দল। ২৪ জানুয়ারি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টির মধ্যে দিয়ে প্রায় ১৩ বছর পর পাকিস্তানে খেলতে নামবে বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পরের দুই ম্যাচ একই ভেন্যুতে আগামী ২৫ ও ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।  

তবে নতুন খবর হলো, আকস্মিকভাবে টি-টোয়েন্টি ম্যাচগুলোর সময়ে পরিবর্তন আনা হয়েছে। সবগুলো ম্যাচ স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় অর্থাৎ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়ার কথা ছিল। কিন্তু কোনো কারণ উল্লেখ না করে পাকিস্তান ক্রিকেট বোর্ড ম্যাচ শুরুর সময় এগিয়ে স্থানীয় সময় দুপুর ২টায় অর্থাৎ বাংলাদেশ সময় দুপুর ৩টায় নির্ধারণ করেছে।

ধারণা করা হচ্ছে, নিরাপত্তার কথা মাথায় রেখে সন্ধ্যার আগেই খেলা শেষ করার জন্য সময়ে পরিবর্তন আনা হয়েছে। আরেকটি কারণ হতে পারে লাহোরের ঠাণ্ডা। সন্ধ্যার পরে তাপমাত্রা নেমে আসে ১০ ডিগ্রি সেলসিয়াসে। তার মধ্যে কুয়াশা এবং শিশিরের জন্য স্বাভাবিক খেলা ব্যাহত হওয়ার অবকাশ থেকেই যায়। তাই হয়তো সময় পরিবর্তনের এমন সিদ্ধান্ত।

আরআইএস  

আরও পড়ুন