• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২০, ১১:৫৮ এএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২৩, ২০২০, ১১:৫৮ এএম

‘পাকিস্তান সফর থেকে ফেরার পর নিজেরাই রাজি করাবে অন্যদের’

‘পাকিস্তান সফর থেকে ফেরার পর নিজেরাই রাজি করাবে অন্যদের’

অবশেষে দোরগোড়ায় দাঁড়িয়ে বাংলাদেশের পাকিস্তান সফর। বুধবার রাতে বিশেষ বিমানে ইতোমধ্যে সেখানে পৌঁছেও গেছে বাংলাদেশ দল। ২৪ জানুয়ারি শুরু হচ্ছে প্রথম টি-টোয়েন্টিও। তবে এই সিরিজে খেলতে পাকিস্তানে যাননি বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম। পরের বার সেখানে গিয়ে তাকে নিরাপত্তা ব্যবস্থা দেখে আসার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক। 

বুধবার স্থানীয় সংবাদমাধ্যমে মালিক বলেন,‘বাইরের দেশের বিভিন্ন লিগে খেলতে গেলে, অনেকেই জিজ্ঞেস করে পাকিস্তানের বর্তমান অবস্থার ব্যাপারে। পাকিস্তানে যেমন নিরাপত্তা দেয়া হয়, সেটা বিশ্বের কোথাও নেই।’

পাকিস্তানে বাংলাদেশের ক্রিকেটাররা খেলে এসে নিজেরাই অন্যদের সেখানে যেতে রাজি করাবেন বলেই আশাবাদ ব্যক্ত করেন মালিক, ‘বাংলাদেশের কিছু খেলোয়াড়ও নিরাপত্তার ব্যাপারে জানতে চেয়েছে। আমি তাদের বলেছিলাম যে নিজেরাই এসে দেখে যায় যেনো। শুধুমাত্র একজন খেলোয়াড় (মুশফিকুর রহীম) আসছে না ওদের। আমি শুধু ওকে বলতে চাই, দয়া করে পরেরবার এসো এবং নিজেই দেখে যেও। বাংলাদেশের খেলোয়াড়রা এখান (পাকিস্তান) থেকে ফেরার পর নিজেরাই অন্যান্য খেলোয়াড়দের রাজি করাবে পাকিস্তান সফরের ব্যাপারে।’

এমএইচবি