• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২০, ১০:২২ এএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২৪, ২০২০, ১০:২২ এএম

অপ্রতিরোধ্য লিভারপুল

অপ্রতিরোধ্য লিভারপুল
জয়সূচক গোল করার পর রবার্তো ফিরমিনোকে জড়িয়ে ধরে সতীর্থদের উল্লাস। ফটো : টুইটার

ইংলিশ প্রিমিয়ার লীগের (ইপিএল) ইতিহাসে একটানা সর্বাধিক ম্যাচে গোলের অনন্য কীর্তিকেও আরও বাড়িয়ে নিয়েছে অপ্রতিরোধ্য লিভারপুল। উলভারহ্যাম্পটনকে ২-১ গোলে হারিয়ে দীর্ঘ ৩০ বছরের আক্ষেপের অবসান ঘটানোর লক্ষ্যে শিরোপার পথে ছুটে চলা অলরেডরা এখন কার্যত অপ্রতিরোধ্যই হয়ে উঠেছে।

এই জয়ের ফলে ইতিহাসের পঞ্চম ইংলিশ ক্লাব হিসেবে কমপক্ষে টানা ৪০ ম্যাচে অপরাজিত থাকলো লিভারপুল। এর আগে এই রেকর্ড করেছিল চেলসি (২০০৪-০৫ মৌসুমে টানা ৪০ ম্যাচ অপরাজিত), নটিংহ্যাম ফরেস্ট (১৯৭৭-৭৮ মৌসুমে টানা ৪২ ম্যাচ অপরাজিত), হাডার্সফিল্ড টাউন (২০১১ মৌসুমে দ্বিতীয় বিভাগে টানা ৪০ ম্যাচ অপরাজিত) ও আর্সেনাল (২০০৩-০৪ মৌসুমে টানা ৪৯ ম্যাচ অপরাজিত)। আর্সেনালের সেই সর্বজয়ী দলকে স্পর্শ করতে লিভারপুলের আর নয়টি ম্যাচ অপরাজিত থাকতে হবে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে উলভারহ্যাম্পটনের মাঠে অনুষ্ঠিত ম্যাচের ৮ মিনিটে ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ডের নেয়া কর্নার কিক থেকে বল পেয়ে লাফিয়ে হেডে বল জালে জড়িয়ে অতিথি দলকে লিড এনে দেন অধিনায়ক জর্ডান হেন্ডারসন। রেফারি গোলের সংকেত দিতে অবশ্য ভিএআরের শরণাপন্ন হয়েছিলেন।   

বিরতির পর ৫১ মিনিটের মাথায় অ্যাডামা ট্রায়োরের ক্রসে সাবেক বার্সেলোনা তারকা বল পেয়ে রাউল হিমেনেজের ক্রসে বল আদায় করে মেক্সিকোর ফরোয়ার্ড ডি বক্সের ভেতর থেকে হেডে লক্ষ্যভেদ করে উলভারহ্যাম্পটনকে সমতায় ফেরান। ফলে লীগে টানা ৭ ম্যাচ পর ইপিএলে গোল হজম করলো জুর্গেন ক্লপের দল। 

৮৪ মিনিটের মাথায় হেন্ডারসনের পাসে বল পেয়ে ডি বক্সের ভেতরে দুইজনকে ফাঁকি দিয়ে বাঁ পায়ের জোরালো শটে বল জালে পাঠিয়ে লিভারপুলের পক্ষে জয়সূচক গোলটি করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার রবার্তো ফিরমিনো। 

এখন পর্যন্ত ২৩ ম্যাচে ২২ জয় ও এক ড্রয়ে টেবিলের শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ৬৭। ১৬ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে এক ম্যাচ বেশি খেলা বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। ৪৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে লেস্টার সিটি। চার নম্বরে থাকা চেলসির পয়েন্ট ৪০। ৩৪ পয়েন্ট কম নিয়ে পাঁচে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।

আরআইএস 

আরও পড়ুন