• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২০, ০৪:১৯ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২৪, ২০২০, ০৪:১৯ পিএম

সাবধানী সূচনার পর রান আউটে কাটা পড়লেন তামিম-লিটন   

সাবধানী সূচনার পর রান আউটে কাটা পড়লেন তামিম-লিটন   

লাহোরে ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টসে জিতে আগে ব্যাট করতে নামা বাংলাদেশের হয়ে উদ্বোধনী জুটিতে সাবধানী সূচনা করেন অভিজ্ঞ তামিম ইকবাল এবং তরুণ মোহাম্মদ নাঈম শেখ। তামিম রান আউটে কাটা পড়ায় এই জুটি ভেঙেছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) বাংলাদেশ সময় বেলা ৩টায় গাদ্দাফি স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচে এখন পর্যন্ত বাংলাদেশের স্কোর ১৫ ওভারে ৩ উইকেটে ১০০ রান। মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন ধ্রুব ১ রানে এখন ক্রিজে আছেন। 

তামিম ও নাঈম শুরু থেকে দেখে শুনে ব্যাট করতে থাকেন। ১১ ওভারে এই জুটি দলের হয়ে ৭১ রান যোগ করেন। ৩৪ বলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কার মারে ৩৪ রান করা তামিম রান আউট হলে এই জুটি ভাঙে। 

দলীয় ৯৮ রানের মাথায় শাদাব খানের থ্রোতে ১২ রান করা লিটন রান আউট হন। সেই ধাক্কা সামলানোর আগে ৪১ বলে ৩ চার ও ২ ছক্কার মারে ৪৩ রান করে নাঈম বিদায় নেন শাদাবের বলে ইফতিখার আলমের হাতে ধরা পড়ে।   

আরআইএস